Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৫ বছর পর আবারও একসাথে


৭ ডিসেম্বর ২০১৯ ১৫:০২

রজনীকান্ত আর কমল হাসান। ভারতের দক্ষিনী ছবির দুই মহাতারকা। ব্যক্তি জীবনে ঘনিষ্ট বন্ধু হলেও একসঙ্গে অভিনয় করা হয়না বহুদিন। অবশেষে ঘুচতে যাচ্ছে তিন দশকেরও বেশি সময়ের সেই আক্ষেপ।
জানা গেছে, দক্ষিনী পরিচালক লোকেশ কণাগরাজ দারুণ একটি স্ক্রিপ্ট দিয়ে রজনী আর কমল দুজনকেই মুগ্ধ  করতে পেরেছেন। স্ক্রিপ্ট পড়ে একসঙ্গে পর্দা ভাগাভাগি করতে রাজি হয়েছেন কমল-রজনী। আর তা যদি সত্যি সত্যি ঘটে তাহলে ৩৫ বছর পর আবারও একসঙ্গে অভিনয় করবেন তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আশা করা হচ্ছে কয়েক মাসের মধ্যে তা হতে পারে। সম্প্রতি পরিচালক লোকেশ একটি নামি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে তার নতুন ছবির চুক্তি করেছেন। ধারণা করা হচ্ছে সেই ছবিতেই একসঙ্গে অভিনয় করবেন রজনী-কমল। ৩৫ বছর আগে সর্বশেষ হিন্দি ‘গ্রেফতার’ ছবিতে অভিনয় করেছিলেন এই দুই তারকা।

সবকিছু পরিকল্পনা মতো এগোলে আগামী বছরের শেষ নাগাদ প্রস্তাবিত এই ছবির শুটিং শুরু হবে। তার আগে পরিচালক শিবার সঙ্গে রজনীকান্ত একটি ছবির কাজ শেষ করবেন। আর কমল হাসান শেষ করবেন ‘ইন্ডিয়ান টু’ ছবির কাজ।

অভিনয় কমল হাসান দক্ষিনী মহাতারকা বলিউড রজনীকান্ড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর