Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৃজিত-মিথিলার বিয়ে আজ


৬ ডিসেম্বর ২০১৯ ১২:০১

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশি অভিনেত্রী ও ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জী। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান।

ইন্ডিয়ান এক্সপ্রেস, সংবাদ প্রতিদিন ও এই সময়ের মত ভারতীয় পত্রিকার বলছে, বিয়ের অনুষ্ঠানের জন্য মিথিলার পরিবার এই মুহুর্তে কলকাতায় অবস্থান করছে। সন্ধ্যায় তাদের বিয়ে। দুই পরিবারের আত্মীয়-স্বজন ও তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব উপস্থিত থাকবেন বিয়ের অনুষ্ঠানে।

বিজ্ঞাপন

প্রেমের মত বিয়ের খবর নিয়েও মুখে কুলুপ এঁটেছেন মিথিলা-সৃজিত। তবে জানা গেছে, রেজিস্ট্রির পর খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে একটা ছোট পার্টির আয়োজন করবেন নবদম্পতি।

গত সেপ্টেম্বর মাসে একটি ঘরোয়া পার্টিতে সৃজিত ও মিথিলার একসঙ্গে প্রথম দেখা যায়। এরপর ২৩ সেপ্টেম্বর পরিচালকের জন্মদিনের বিশেষ ছবিতেও পাওয়া যায় মিথিলাকে। সর্বশেষ তাদের দুজনকে ঢাকার আর্মি স্টেডিয়ামে ফোকফেস্টে দেখা গেছে।

গত মাসে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, তাদের বিয়ে হবে ফেব্রুয়ারি মাসে। তবে তার আগেই সেটি ঘটতে যাচ্ছে।

উল্লেখ্য, মিথিলার এটি দ্বিতীয় বিয়ে হলেও সৃজিতের প্রথম বিয়ে।

মিথিলা সিনেমা সৃজিত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর