‘ভাষা আন্দোলন’ নিয়ে বাচ্চুর পরবর্তী ছবি
৩ ডিসেম্বর ২০১৯ ১৩:১৬ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৯ ১৪:২৩
বলা হয়ে থাকে ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতার ভিত গড়ে দিয়েছে। অথচ যে কারণে এত অর্জন তা নিয়ে অনেক নাটক নির্মাণ হলেও ছবি হয়েছে মাত্র একটি— তৌকির আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। দেশের চলচ্চিত্রপ্রেমীদের এ নিয়ে রয়েছে আক্ষেপ।
তবে এরই মাঝে নতুন খবর হলো, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ভাষা আন্দোলন নিয়ে নির্মাণ করবেন তার পরবর্তী চলচ্চিত্র।
বাচ্চু সারাবাংলাকে বলেন, ‘বর্তমানে গল্প লেখা ও গবেষণার কাজ চলছে। আমরা কারও কোনো গল্প ব্যবহার করছি না। চেষ্টা করছি ভাষা আন্দোলনের বিশালতাকে পর্দায় ফুটিয়ে তুলতে।’
তিনি জানান, ছবিটির সকল প্রস্তুতি সম্পন্ন করে আগামী বছর শুটিং শুরু হবে। এদিকে ছবির নাম ও অভিনয়শিল্পীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানালেন বাচ্চু।
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সবশেষ পরিচালিত ছবি ‘আলফা’। প্রযোজনায় ছিল ইমপ্রেস টেলিফিল্ম। ছবিটি ৯২তম অস্কারে একাডেমি অ্যাওয়ার্ডসে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আলফা তৌকীর আহমেদ নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ফাগুন হাওয়ায় ভাষা আন্দোলন সিনেমা