Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোলমাল-ই অজয়ের ১০১ নম্বর ছবি


২ ডিসেম্বর ২০১৯ ১১:৫৫

অজয় দেবগন

বলিউডে অজয় দেবগন নিজের ভিন্ন একটি ধারা তৈরি করেছেন। কম আলোচনায় থেকেও নিজের সুপারস্টার ইমেজ ধরে রেখেনে এই অ্যাকশন হিরো। এভাবেই পার করেছেন লম্বা ক্যারিয়ার।

অজয় বর্তমানে নিজের ১০০তম ছবির কাজ করছেন। ইতিহাসভিত্তিক ছবিটির নাম ‘তানাজি- দ্য আনসাং ওয়ারিয়র’। এই খবর হয়তো অনেকে ইতিমধ্যেই জেনে গেছেন। তবে নতুন খবর হচ্ছে নিজের ১০১তম ছবিও চূড়ান্ত করে ফেলেছেন অজয়। আর তা হচ্ছে হিন্দি সিনেমার সবচেয়ে বেশি সময় ধরে চলা ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। সম্প্রতি সেই সিরিজ়ের পাঁচ নম্বর ছবি ঘোষণা দিয়েছেন পরিচালক রোহিত শেঠি। বরাবরের মতো ছবির মূল ভূমিকায় থাকছেন অজয়।

বিজ্ঞাপন

২০০৬ সালে প্রথম মুক্তি পেয়েছিল ‘গোলমাল’। সিরিজ়ের চতুর্থ ছবি ‘গোলমাল এগেন’এসেছিল ২০১৭ সালে। বিনোদনের পাশাপাশি বক্স অফিসে তুমুল ব্যবসা করেছে গোলমাল সিরিজের প্রতিটি ছবি। অজয় ছাড়া এই ছবির স্থায়ী অন্যতম চরিত্রগুলো করেছেন আরশাদ ওয়ারসি, তুষার কপূর ও শরমান জোশী। তবে প্রতিটি সিরিজেই বদলে গেছে নায়িকার মুখ।

অজয় বর্তমানে তার ১০০তম ছবি ‘তানাজি- দ্য আনসাং ওয়ারিয়র’ এর শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এরপরই হয়তো পাঁচ নম্বর গোলমালের জন্য তৈরি হবেন তিনি।

১০০তম ছবি ১০১তম ছবি অজয় দেবগন গোলমাল বলিউড রোহিত শেঠি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর