Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্নির পর এবার মুন্নার বদনাম, ভাইরাল


১ ডিসেম্বর ২০১৯ ১৫:৪৮

বহু প্রতিক্ষীত সালমানের ‘দাবাং থ্রি’ ছবির প্রথম গান মুক্তি পেয়েছে। আর প্রথম গানেই ধামাকা। আগের সুপারহিট গান ‘মুন্নি বদনাম হুয়া’র উল্টো ভার্সন ‘মুন্না বদনাম হুয়া’। গানে সালমান খানের পাশাপাশি নাচতে দেখা গেছে ছবির পরিচালক ভারতের ড্যান্স মাস্টারখ্যাত প্রভুদেবাকেও। যদিও প্রভুদেবা এই গানের কোরিওগ্রাফি করেননি। কোরিওগ্রাফি করেছেন বৈভবী মার্চেন্ট।

গানে সালমান খান, প্রভুদেবা ছাড়াও ওয়ারিনা হুসেনকে দেখা যাবে। মুক্তির পরই গানটিতে হুমড়ি খেয়ে পরেছেন সালমান ভক্তরা। গানটি ইউটিউবে প্রকাশের ১৭ ঘণ্টার মধ্যেই ১ কোটি বারের বেশি দেখা হয়ে গেছে।

বিজ্ঞাপন

দাবাং থ্রি’ ডিসেম্বরের ২০ তারিখ মুক্তির কথা রয়েছে। ছবিতে বরাবরের মতো সালমানের বিপরীতে আছেন সোনাক্ষী সিনহা। এছাড়া এই ছবিতে বলিউড অভিনেতা-পরিচালক সঞ্জয় মাঞ্জেকরের মেয়ে সাই মাঞ্জেকরের ডেব্যু হবে।

দাবাং সিরিজের আগের দুটি ছবিই সুপারহিট। দাবাং থ্রি নিয়েও আশাবাদী সবাই। যার প্রমাণ মিলেছে ছবির গান মুক্তিতেই।

গান দাবাং থ্রি প্রভুদেবা মুন্না বদনাম হুয়া সালমান খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর