Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপিকাকে নাচের স্টেপ শেখাচ্ছেন কার্তিক


১ ডিসেম্বর ২০১৯ ১২:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকাল সকাল মুম্বাই এয়ারপোর্টের যাত্রী, দর্শনার্থীদের চোখ ছানাবড়া। তাদের সামনে নাচছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তাকে ‘ধীমি ধীমি’ গানের স্টেপ শিখিয়ে দিচ্ছেন কার্তিক আরিয়ান। চলমান ‘ধীমি ধীমি’ চ্যালেঞ্জের অংশ হিসেবে আজ রবিবার সকাল নয়টায় মুম্বাই এয়ারপোর্টে হাজির হন তারা দুজন।

কার্তিকের সাথে দেখা হওয়ার পর দীপিকাকে বেশ উচ্ছ্বসিত দেখা যাচ্ছিল। এসময় সাদা রঙের টপসের উপর লাল জ্যাকেট পরেছিলেন দীপিকা। আর ছিল নীল জিন্সের সাথে কালো জুতা। দীপিকা জানান, বাড়িতে তিনি অনেকবার আয়নার সামনে দাঁড়িয়ে নাচের স্টেপগুলো উঠানোর চেষ্টা করেছেন। কিন্তু কিছুতেই ঠিকঠাক করতে পারছিলেন না। কার্তিককে কাছে পেয়ে দ্রুতই হুক-আপ স্টেপগুলো শিখে নেন দীপ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কার্তিক তার ইনস্টাগ্রামে তার মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘পতি পত্নী অউর ওহ’র গান ‘ধীমি ধীমি’ নিয়ে এক চ্যালেঞ্জ জানান। যাতে অংশ নিলেন দীপিকা। ছবিটিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেডনেকার।