Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চূড়ান্ত বিচ্ছেদে অর্জুন রামপাল-মেহের জেসিয়া


২১ নভেম্বর ২০১৯ ১১:১৯

বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবং এক সময়ের সুপার মডেল মেহের জেসিয়ার মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে। মুম্বাইয়ের পারিবারিক আদালত বিবাহবিচ্ছেদ মঞ্জুর করেন। গত বছরের মে মাসে এই দম্পতি  তাদের আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এবার আদালতের মাধ্যমে তা চূড়ান্ত হলো। অর্জুন-মেহের ২১ বছরের বিবাহিত ছিলেন।

অর্জুন-মেহের দম্পতির দুই মেয়ে মাহিকা ও মায়রা তাদের মায়ের সঙ্গে থাকবে।

গত বছরের মে মাসে এক বিবৃতিতে অর্জুন এবং প্রাক্তন সুপার মডেল মেহর তাদের বিচ্ছেদ ঘোষণা করেছিলেন। সেসময় তারা বলেছিলেন, বিয়ের সম্পর্ক আর চালিয়ে নেওয়া সম্ভব না হলেও তারা বন্ধু হিসেবে থাকবেন।আর সেই বন্ধুত্বের সেতু বন্ধন হবে তাদের দুই সন্তান।

এদিকে মেহেরের সঙ্গে চূড়ান্ত বিচ্ছেদ হওয়ার আগেই অন্য সম্পর্কে জড়িয়ে যান অর্জুন। ধারণা করা হয় বিদেশি মডেল গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়েডসের সঙ্গে সম্পর্কই এই দম্পতির ভাঙন ত্বরান্বিত করে।

চলতি বছরের ১৮ জুলাই অর্জুনের প্রেমকিা গ্যাব্রিয়েলা পুত্র সন্তানের জন্ম দেন। অর্জুন সেসময় শিশুটির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিখেছিলেন, ‘আমাদের জীবনে একটি রংধনু হাজির। জুনিয়র রামপালকে স্বাগতম।’

অর্জুন রামপাল বলিউড বিচ্ছেদ মেহের জেসিয়া