এক ছবিতেই তিন খান!
১৪ নভেম্বর ২০১৯ ১৪:৩১ | আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ১৫:১৭
বলিউড সুপারস্টার আমির খানকে এমনি এমনি মিস্টার পারফেকশনিস্ট বলা হয় না। নিজের ছবিকে নিখুঁত করতে সম্ভাব্য সবকিছুই করেন তিনি। ওজন বাড়িয়ে ১২০ কেজিতে নেওয়া। আবার সেটাকে ৬০ কেজিতে নামিয়ে আনা আমিরের জন্য নিত্যকার ঘটনা। এছাড়া আরও নানা ধরণের পরীক্ষা-নিরীক্ষা তো আছেই।
বর্তমানে আমির কাজ করছেন ‘লাল সিং চাডচডা’ নামের একটি ছবিতে। আর এই ছবিতেই তিনি এক করতে চাইছেন বলিউডের অন্য দুই সুপারস্টার খানকেও। নিজে তো আছেনই। সঙ্গে ছবির একটি দৃশ্যের জন্য তিনি শাহরুখ খার আর সালমান খানকেও একসঙ্গে হাজির করতে চাইছেন।
বলিউড লাইফ জানাচ্ছে, শাহরুখ খান ইতোমধ্যে সম্মতি দিয়ে দিয়েছেন। তবে নিজের শুটিংয়ের ব্যস্ততার কারণে সালমান খানের সম্মতি এখনো মেলেনি। তবে আমির খান যেহেতু পিছু লেগেছেন ফলে সালমানকেও একসময় না একসময় রাজি হতে হবে। ছবির একটি দৃশ্যে এই তিন তারকাকে একটি বেঞ্চে একসঙ্গে বসে থাকতে দেখা যাবে।
লাল সিং চাড্ডা হলিউডের বিখ্যাত ছবি ‘ফরেস্ট গাম’ এর রিমেক। কিছুতিন আগে ছবির শুটিং শুরু হয়েছে। ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করছেন কারিনা কাপুর। আর সেই চরিত্রের জন্য কারিনাকে রীতিমতো অডিশন দিতে হয়েছে।
লাল সিং চাড্ডা ২০২০ সালের বড়দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আমির খান কারিনা কাপুর বলিউড মুভি লাল সিং চাড্ডা শাহরুখ খান সালমান খান