শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠান ব্যবস্থাপনা কর্মশালা
১১ নভেম্বর ২০১৯ ১৩:১৩ | আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৩:১৪
শিল্প-সংস্কৃতির বিকাশে সঙ্গীত, নৃত্য, নাটক, আবৃত্তি, চিত্রশিল্পসহ জাতীয় ও আন্তর্জাতিক নানামূখি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজনগুলো সুন্দরভাবে উপস্থাপনের জন্য মঞ্চের পেছনে বা বাইরে কলাকুশলীরা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এরমধ্যে মিউজিক, লাইট, মঞ্চ ডিজাইন পরিকল্পনা, অতিথি ও দর্শক ব্যবস্থাপনা, মিলনায়তন ব্যবস্থাপনা ও পরিচালনা অন্যতম। যাদেরকে সাধারণ দর্শকরা দেখতে পায়না। কিন্তু তাদের সৃজনশীলতা উপভোগ করে। সকল অনুষ্ঠান সুষ্ঠ ও সুন্দরভাবে উপস্থাপন করে থাকে।
সৃজনশীল স্বেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষে ১০ নভেম্বর বিকাল ৩ টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করে অনুষ্ঠান ব্যবস্থাপনা কর্মশালা ২০১৯। বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের শতাধিক তরুণ ও যুব সংস্কৃতিকর্মী কর্মশালায় অংশগ্রহণ করে। কর্মশালায় মূখ্য প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠান ব্যবস্থাপনার এই ধরণের কর্মশালা নিয়মিত করা হবে বলে জানিয়েছেন মহাপরিচালক। কর্মশালাটি সমন্বয় করেছেন একাডেমির গ্যালারী গাইড সুজন মাহবুব।
অনুষ্ঠান ব্যবস্থাপনা কর্মশালা বাংলাদেশ শিল্পকলা একাডেমি লিয়াকত আলী লাকী