Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি পরিচালনায় বোমান ইরানি


৪ নভেম্বর ২০১৯ ১১:৫৪

ইচ্ছেটা অনেকদিন ধরেই পুষছিলেন মনে। এবার সেটিই হতে যাচ্ছে সত্য। অভিনয়ের পর এবার পরিচালনায় নামছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা বোমান ইরানি।

অনেকদিনের স্বপ্ন পূরণের জন্য ভালো একটি চিত্রনাট্যের অপেক্ষায় ছিলেন বোমান। সেই চিত্রনাট্যও তৈরি। বোমান নিজেই লিখে ফেলেছেন ছবির চিত্রনাট্য। ফলে মাঠে নামতে  অপেক্ষা করার আর কিছু নেই। আগামী বছরেই ছবির কাজ নিয়ে ক্যামেরার পেছনে দাঁড়াবেন পরিচালক বোমান ইরানি। অবশ্য ছবিতে অভিনেতা হিসেবেও থাকবেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, ছবির গল্প পিতা-পুত্রের সম্পর্কের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। ছবির পাত্র-পাত্রী এখনো চূড়ান্ত নয়। তবে ধারণা করা হচ্ছে ছবিতে পিতার চরিত্রটি খুব সম্ভবত বোমান-ই করবেন। ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।

ফলে নিজের পরিচালিত প্রথম ছবিতে তিন রূপে দেখা যাবে বোমান ইরানিকে। পরিচালনা করছেন, চিত্রনাট্যও তার লেখা, থাকছেন ক্যামেরার সামনেও।

পেশার শুরুতে ফোটোগ্রাফি ছিল তাঁর প্যাশন। দীর্ঘ অভিনয় জীবনের পর এই বয়সে এসে নতুন করে আবার ডেবিউ করার সুযোগ পেয়ে যারপরনাই খুশি অভিনেতা।

অভিনেতা পরিচালনা বলিউড বোমান ইরানি