‘ফ্যানি খান’এ কেমন ঐশ্বরিয়া
১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৭ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৫:৪১
এনটারটেইনমেন্ট ডেস্ক:
২০০১ সালের সেরা বিদেশি ভাষার ছবি হিসেবে অস্কারে মনোনয়ন পেয়েছিলো ডাচ ছবি ‘এভরিবডিস ফেমাস’। এই ছবির ছায়া অবলম্বনে ‘ফ্যানি খান’ নামের সিনেমা নির্মিত হচ্ছে বলিউডে। ছবিতে ঐশ্বরিয়ার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)।
‘ফ্যানি খান’ মুভির প্রধান চরিত্রে অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তার সাথে আরো আছেন অনিল কাপুর ও রাজকুমার রাও। ছবিটি প্রযোজনা করছে ক্রিয়ার্জ এন্টারটেইনমেন্ট।
‘ফ্যানি খান’ মূলত মিউজিক্যাল কমেডি ধাঁচের সিনেমা। এতে একজন গায়িকার ভূমিকায় অভিনয় করছেন ঐশ্বরিয়া। সাবেক এই বিশ্বসুন্দরীর বিপরীতে অভিনয় করেছেন নতুন বলিউড সেনসেশন রাজকুমার রাও। ছবিতে অনিল কাপুর অভিনয় করেছেন অ্যাশের বাবার চরিত্রে।
ক্রিআর্জ এন্টারটেইনমেন্টর সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে টি-সিরিজ। আগামী ১৩ এপ্রিল মুক্তি প্রতীক্ষিত এই ছবিটি পরিচালনা করেছেন অতুল মাঞ্জরেকার।
সারাবাংলা/টিএস/পিএ