মঞ্চ উঠছে বঙ্গবন্ধুকে নিয়ে নাটক ‘বাঘ’
১ নভেম্বর ২০১৯ ১২:৫৩ | আপডেট: ১ নভেম্বর ২০১৯ ১৫:৪৫
এক বন্ধ ঘরে বন্দী দেখা পেয়েছিল এক বাঘের। মাটির নিচের বন্ধ ঘর, সেখানে বাঘের গর্জন শুনতে পায় সে। টের পায় অদৃশ্যে বাঘটার রাজকীয় চলন। ধাঁধা জাগে মনে, জানতে চায় বাঘ–রহস্যের সবটুকু।
বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার একদা চলমান প্রচেষ্টার সময়কালীন গল্প এটি। বন্দী আর বাঘের গল্পটার শুরু তখন, যখন এই দেশে বঙ্গবন্ধুর নাম নেওয়া ছিল নিষিদ্ধ। আইন করে বন্ধ করা হয়েছিল বঙ্গবন্ধু হত্যার বিচার। ধ্বংস করা হয়েছিল বঙ্গবন্ধুর স্মৃতি, বঙ্গবন্ধুর সাথে সম্পর্কিত যা কিছু।
লিখিত দলিল ধ্বংস হয়েছে দেদারসে, তাই সত্যিকারের বাঘটার মতোই দেখা মেলে না কাগজে কলমে অনেক কিছুরই। তবে বাঘটার গর্জন যেমন কাঁপিয়ে তুলেছিল বন্ধ কারাগার, একইভাবে মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু ফিরে এসেছেন আমাদের কাছে।
এরকম গল্প নিয়ে ‘বাঘ’ নামের মঞ্চনাটকটির উদ্বোধনী শো হতে যাচ্ছে ১ নভেম্বর (শুক্রবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে। নাটকটি লিখেছেন সাহিত্যিক নাসরীন মুস্তাফা। নির্দেশনা দিয়েছেন ড. আইরীন পারভীন লোপা। সঙ্গীত পরিচালনা করেছেন ইয়াসমীন আলী। আলোক নির্দেশনায় আছেন অম্লান বিশ্বাস। অভিনয় করছেন মোতালেব হোসেন, তাসমী চৌধুরী আরও অনেকে।
বাঘ নাটকটি মঞ্চদল দৃশ্যকাব্যের ৩য় প্রযোজনা।