Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জি বাংলা’ তারকা নূরের সাথে জুটি বাঁধছেন ঊর্মিলা


২৭ অক্টোবর ২০১৯ ১৬:২৭

‘ফ্রম বাংলাদেশ’ ছবির একটি দৃশ্যে নূর, ফেরদৌসী মজুমদার ও ঊর্মিলা শ্রাবন্তী কর। ছবি: সংগৃহীত

দীর্ঘ এক যুগ ছোটপর্দায় অভিনয়ের পর এবার বড় পর্দায় অভিনয় করছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘ফ্রম বাংলাদেশ’ ছবিতে অভিনয় করছেন তিনি।

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মিতব্য সিনেমাটির দৃশ্যধারণের কাজ গেল ১০ অক্টোবর মানিকগঞ্জের শুরু হয়েছে। এই ছবিতে ঊমিলা জুটি বেঁধেছেন জি বাংলার জনপ্রিয় ‘করুণাময় রানি রাসমণি’খ্যাত অভিনেতা গাজী আবদুন নূরের সাথে। ছবিতে ঊর্মিলাকে অভিনয় দেখা যাবে নূরের স্ত্রী’র চরিত্রে।

বিজ্ঞাপন

প্রথমবার চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে ঊর্মিলা বলেন, অনেক বছর ছোটপর্দায় কাজ করেছি। এই সময়টায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। আসলে ছবির গল্প পছন্দ হয়নি বলে এতদিন সিনেমায় অভিনয় করা হয়নি। ‘ফ্রম বাংলাদেশ’ ছবির কাহিনীটা আমার কাছে ভালো লেগেছে বলে অভিনয় করছি।

এদিকে নূর বলেন, এর আগে নার্গিস আক্তারের ‘যৈবতী কন্যার মন’ ছবিতে অভিনয় করেছি। ‘ফ্রম বাংলাদেশ’ আমার দ্বিতীয় ছবি। ছবির গল্পটি চমৎকার। আশাকরি ছবিটি সবার ভালো লাগবে।

ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার, তমা মির্জা, মৌসুমী নাগ, হিল্লোল, আশীষ খন্দকারসহ আরও অনেকে। পরিচালক সূত্রে জানা গেছে, নভেম্বরের ১০ তারিখ ছবির দৃশ্যধারণের কাজ শেষ হবে।

ফ্রম বাংলাদেশ শাহনেওয়াজ কাকলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর