Saturday 20 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্চে আসছে ‘পাষাণ’


১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

দুই বছর পূর্ণ হয়নি। ২০১৬ সালের শেষ দিকে শুরু হয় ‘পাষাণ’ সিনেমার কাজ। শুটিং শেষও হয়ে যায় তাড়াতাড়ি। গত বছরের রোজার ঈদে মুক্তির সম্ভাবনা ছিল ছবিটির। কিন্তু নানা জটিলতায় ‘পাষাণ’ ছবিটি আলোর মুখ দেখেনি।

এবার কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে ‘পাষাণ’ সিনেমার সংশ্লিষ্টরা। নির্ধারণ করা হয়েছে ছবিটির মুক্তির তারিখ। ২৩ মার্চ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

বিদ্যা সিনহা মিম ও কলকাতার ওম অভিনীত ছবিটির পরিচালক সৈকত নাসির। অ্যাকশন রোমান্টিক ধাঁচের ছবিটির প্রযোজক জাজ মাল্টিমিডিয়া।

পরিচালক বলেন, ‘অনেক দিন ধরেই আটকে আছে ছবিটি। অ্যাকশনের দৃশ্যগুলো যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা অনেকটাই নতুন। যেভাবে অন্যান্য দৃশ্য ধারণ করেছি, তা দেখাতে আমি উদগ্রীব হয়ে আছি।’

বিজ্ঞাপন

ছবিতে ওম একজন গ্যাংস্টার এবং মিম অভিনয় করেছেন সাংবাদিক চরিত্রে। আরো আছেন মিশা সওদাগর। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকেও ছাড়পত্র পেয়েছে ‘পাষাণ’।

সারাবাংলা/পিএ/টিএস

বিজ্ঞাপন

আরো