আবার জুটি বাঁধছেন রোশান-ববি
১০ অক্টোবর ২০১৯ ১৩:৫৫ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ১৪:২৯
আবারও জুটি বাঁধছেন ববি ও রোশান। পরিচালক ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন তারা। তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
ইফতেখার চৌধুরী জানান, নভেম্বর মাসে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে। আগামী বছর (২০২০ সাল) নারী দিবসে মুক্তি দেওয়ার লক্ষ্যে নির্মিত হচ্ছে ছবিটি। নারী দিবসে মুক্তি দেওয়ার পেছনে কারণও আছে।
ইফতেখার চৌধুরীর ভাষ্য, ‘মুক্তি একটি নারীকেন্দ্রিক সিনেমা। এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প এটি। ‘অসাধারণ’ বলতে জীবনের নিষ্ঠুর নির্মমতা সহ্য করা একটি মেয়েকে পেয়ে বসে প্রতিশোধের নেশায়।’
ছবিতে ইতিমধ্যে ববি চুক্তিবদ্ধ হয়েছেন। তবে রোশান এখনো লিখিতভাবে চুক্তিবদ্ধ না হলেও মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। তারমানে মোটামুটিভাবে নিশ্চিত, তিনিই পর্দায় রসায়ন জমাবেন ববির সঙ্গে।
এর আগে রোশান ও ববি ‘বেপরোয়া’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন। যদিও সেই ছবিটি কয়েকদফা মুক্তি পিছিয়ে গত ঈদে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি সেভাবে ব্যবসা করতে পারেনি।