Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করলো ‘ওয়ার’


৩ অক্টোবর ২০১৯ ১২:১৯ | আপডেট: ৩ অক্টোবর ২০১৯ ১২:২২

যখন সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয় তখন থেকে ধারণা করা হচ্ছিল, বলিউড বক্স অফিসে তাণ্ডব চালাবে ‘ওয়ার’। যে ছবিতে দুই বলিউড মহারথি হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ এক পর্দা ভাগাভাগি করবেন সেই ছবি নিয়ে এমন ধারণা করায় অবাক হওয়ার কিছু ছিলনা।

ধারণা করা হয়েছিল, প্রথম দিনে ছবিটি ৪৫ থেকে ৫০ কোটি রুপি আয় করবে। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর প্রথম দিনে সেই ল্যান্ডামার্ক ছাড়িয়ে গেলো। তাক লাগিয়ে দিয়ে ছবিটি আয় করেছে ৫৩ কোটি রুপি। যা পেছনে ফেলেছে চলতি বছরের অন্যতম সেরা ব্যবসা সফল ছবি ‘কবির সিং’কে। এখন পর্যন্ত এ বছর ভারতে প্রথম দিনে আয় করা ছবির মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ওয়ার’। এর আগে আছে কেবল হলিউড ছবি ‘অ্যাভেঞ্জারর্স এন্ড গেম’। তথ্য বলিউড বক্স অফিস।

বিজ্ঞাপন

এদিকে ‘ওয়ার’ হৃত্বিক রোশনের ক্যারিয়ারে পঞ্চম ছবি, যেটি প্রথম দিনে বলিউড বক্স অফিসে অবিশ্বাস্য ব্যবসা করেছে। আর টাইগার শ্রফের দ্বিতীয় ছবি।

আদিত্য চোপড়া প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ছবির বাজেট ছিল ২০০ কোটি রুপি। এর মধ্যে ১৮০ কোটি রুপি প্রোডাকশন খরচ, আর বাকি ২০ কোটি রুপি প্রচারনা ব্যয়।

এই ছবিতে হৃতিক রোশন ভারতের একজন গুপ্তচর। আর তিনি নাম লিখিয়েছেন শত্রু শিবিরে। হৃতিককে কীভাবে রুখবে তারই শিষ্য টাইগার—এটা নিয়ে এগিয়েছে ছবির গল্প।

বক্স অফিসে রাজত্ব করার পাশাপাশি ছবিটি নিয়ে ইতিবাচক রিভিউ প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম। ফলে ধরে নেয়া যায়, সহজে ‘ওয়ার’ ২০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে।

ওয়ার টাইগার বলিউড হৃত্বিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর