Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিবার-বল্ডউইনের দ্বিতীয় বিয়ের আয়োজনে নোটবুক প্রেরণা


১ অক্টোবর ২০১৯ ১৫:০৬ | আপডেট: ১ অক্টোবর ২০১৯ ১৫:৪৮

কানাডিয়ান সংগীত তারকা জাস্টিন বিবার এবং আমেরিকান মডেল হেইলি বল্ডউইন দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে হয় এই বিয়ের আয়োজন।

পিপল ম্যাগাজিন জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি রিসোর্টে ধর্মীয় রীতিতে বিয়ে করেন তারা। এ সময় তারা দ্বিতীয়বারের মতো প্রতিজ্ঞাবদ্ধ হন। আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন এড শিরান, কাইলি, কেনডাল জেনার, উশের এবং হেইলি’র অভিনেতা চাচা এলিস বল্ডউইন।

বিজ্ঞাপন

এই জুটি এখন পর্যন্ত তাদের দ্বিতীয় বিয়ে নিয়ে কোনও ধরণের অনুভূতি ব্যক্ত করেননি। কিন্তু পাপারাজ্জিরা তাদের অনুসরণ করেছে দুই দিন ধরে। বিয়ের অনুষ্ঠান হয়েছে মন্টেজ পালমেট্টো ব্লাফ রিসোর্ট।

ডেইলিমেইল কো ইউকে বলছে বিবার-বল্ডউইনের বিয়ের আয়োজনটি হয়েছে নোটবুক সিনেমার অনুপ্রেরণায়। পাপারাজ্জিদের তোলা ছবিতে দেখা যাচ্ছে দম্পতি নৌকায় তাদের মুহূর্ত উপভোগ করছেন। জানা গেছে অতিথিদের জন্য সিনেমা দেখার ব্যবস্থা ছিল আয়োজনে।

গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে প্রথমবার বিয়ে করেন জাস্টিন বিবার এবং হেইলি বল্ডউইন। ২৫ বছর বয়সী বিবার এবং ২২ বছরের হেইলির পরিচয় কিশোর বয়সে। কয়েক বছর প্রেম করার পর বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা।

জাস্টিন বিবার বিয়ে হেইলি বল্ডউইন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর