Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিজারে ধরা দিলেন অভিনেত্রী সুহানা খান


১ অক্টোবর ২০১৯ ১৪:৩৬ | আপডেট: ১ অক্টোবর ২০১৯ ১৫:৫১

মাস দুয়েক আগে প্রকাশ পেয়েছিল ছবির পোস্টার। নীল জিন্স এবং কালো ফুলস্লিভ শার্টে শাহরুখ কন্যা সুহানাকে ভালো লেগেছিল সবার। এবার মুক্তি পেল সেই ছবির টিজার। ছবির নাম ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’। এই ছবিতেই পর্দায় অভিষেক হতে যাচ্ছে সুহানা খানের। তবে বড় পর্দায় নয়, আপাতত শর্টফিল্ম দিয়েই ফিল্মি অভিষেক হচ্ছে তার।

ছবিটি পরিচালক সুহানারই সহপাঠী থিয়োডর জিমেনো। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ছবির টিজার শেয়ার করে থিয়োডর লিখেছেন, ‘আমার আসন্ন ছবির কিছু ঝলক। এভাবে পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি টিজারটি সবার ভাল লাগবে।’

বিজ্ঞাপন

তবে পাশাপাশি থিয়োডর এও জানান, পুরো ছবিটি দর্শকরা কবে দেখতে পারবেন সে ব্যাপারে তিনি বা তার টিম এখনও নিশ্চিত না।

টিজারটি সংলাপবিহীন। সুন্দর আবহ সংগীত এবং মনোরম দৃশ্যায়নের কারণে ইতিমধ্যেই যা ভাল লেগেছে দর্শকদের। সুহানাও ইনস্টাগ্রামে পাচ্ছেন শুভেচ্ছাবার্তা। তার মুখের অভিব্যক্তি মন ছুঁয়েছে সাধারণের।

ছোটবেলা থেকেই অভিনয় নিয়ে বেশ আগ্রহী শাহরুখ কন্যা সুহানা। কলেজে থিয়েটারের মঞ্চেও অভিনয় করতে দেখা গেছে তাকে। ইংল্যান্ডের আরডিংলি কলেজ থেকে চলতি বছরের শুরুর দিকেই স্নাতক হন সুহানা।

অন্যদিকে লাইমলাইট থেকে স্ব-ইচ্ছায় বেশ কিছুটা দূরে গিয়ে আপাতত পরিবারকে সময় দিচ্ছেন কিং খান। শোনা যাচ্ছে শিগগিরই বড় পর্দায় ফিরতে চলেছেন তিনি।

দ্য গ্রে পার্ট অব ব্লু সুহানা খান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর