Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরে পর্দায় ফিরছেন রানি মুখার্জি


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্দায় রানি’র সাম্রাজ্যে ছেদ পড়েছে অবশ্যই। ২০১৪ সালে মারদানি ছবির পর মাতৃত্বের কারণে দীর্ঘ্য বিরতি-চার বছর। শেষ তাকে দেখা গেছে ‘হিচকি’ ছবিতে, ২০১৮ সালে। ছবিটি অনেক ব্যবসা না করলেও প্রশংসা কুড়িয়েছে।

এক বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় ফিরছেন রানি মুখার্জি। জনপ্রিয় হওয়া ‘মারদানি’ ছবির সিক্যুয়াল নিয়ে। ‘মারদানি টু’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ১৩ ডিসেম্বর। সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশ পেয়েছে ছবির টিজার। সেখানে রানি সম্পর্কে বলা হচ্ছে- তিনি ততক্ষণ থামবেন না, যতক্ষণ না তারা (সন্ত্রাসী) থামবে।

মারদানি টু ছবিতেও গুরুত্ব দেওয়া হয়েছে রানি মুখার্জি অর্থাৎ ছবিতে শিবানি রয়কে। যিনি নিজেকে প্রস্তুত করেছেন সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার জন্য। নারী হয়েও এমন কাজ করা যায়, সমাজকে এটা বলাই এ ছবির উদ্দেশ্য।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। ‘মারদানি’ পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার। তবে তার পরিবর্তে সিক্যুয়াল নির্মাণ করেছেন গোপী পুথরান।