Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন বিজয় খোটে, শোলের ‘কালিয়া’


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৫

চলে গেলেন বিজয় খোটে। দর্শকরা যাকে শোলে ছবির কালিয়া হিসেবেই চেনে। মাল্টি অর্গান ফেইলিওরের কারণে সোমবার মারা যান তিনি। বয়স হয়েছিল ৭৭ বছর।

বিজয় খোটের এক আত্মীয় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি জানান, সোমবার সকাল ছ’টা ৫৫ মিনিটে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন বিজয় খোটে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বিজু। বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল তার।

১৯৬৪ সালে ‘ইয়া মালিক’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন বিজয়। এরপর একে একে ৩০০টির বেশি ছবিতে অভিনয় করেন তিনি। বিজয় খোটে,‘শোলে’র কালিয়া ছাড়াও ‘কুরবানি’, ‘নাগিনা’, ‘কয়ামত সে কয়ামত তক’ ও ‘আন্দাজ আপনা আপনা’র মতো ছবিতে নজরকাড়া অভিনয় করেন। ‘শোলে’তে গব্বর সিংহ-এর বন্দুকের নলের সামনে কালিয়ার, ‘সর্দার ম্যায়নে আপ কা নমক খায়া হ্যায়’, সংলাপ মিথে পরিণত হয়েছিল। এই সংলাপ একসময় মানুষের মুখে মুখে ফিরতো।

‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে বিজয় খোটের করা রবার্ট চরিত্রের মুখে, ‘গলতি সে মিস্টেক হোগয়া’, সংলাপও খুব জনপ্রিয়তা পেয়েছিলো। পরে সেই সংলাপ হিন্দি সিনেমায় নানাভাবে ব্যবহার হয়েছে। হিন্দি ছবি ছাড়াও প্রচুর মারাঠি সিনেমায় অভিনয় করেছেন বিজয় খোটে। বিজয় খোটেকে শেষবার পর্দায় দেখা গিয়েছে গত বছর, ‘জানে কিউ দে ইয়ারো’ ছবিতে।

আর নেই কালিয়া চলে গেলেন বিজয় খোটে বিজয় খোটে শোলে

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর