নতুন ধারাবাহিক ‘আমি তুমি সে’
১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১৪ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১৫
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:
মার্চে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘আমি তুমি সে’। ধ্রুবনীলেরন রচনায় মাইনুল হাসান খোকনের পরিচালনায় নাটকটি প্রচার হবে নাগরিক টিভিতে। চ্যানেলটি এখনো রয়েছে পরীক্ষামূলক সম্প্রচারে। মার্চ মাসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে স্যাটেলাইট টিভি চ্যানেলটি। আর তখন থেকেই প্রচার শুরু হবে ‘আমি তুমি সে’।
নাটকে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, আজমেরি হক বাঁধন, নিলয়, শামীমা তুষ্টি, মম মোর্শেদসহ আরো অনেকে। নাটকটির প্রচার শুরুর খবর জানাতে শনিবার (১০ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনের আয়োজন করে চ্যানেল কর্তৃপক্ষ।
এক সাধারণ মেয়ের স্বপ্ন পূরণ, স্বপ্ন ভাঙার গল্প নিয়ে নাটক ‘আমি তুমি সে’। আর সেই সাধারণ মেয়ের চরিত্রের নাম শিরিন। জীবন কতটা মসৃণ, কতটা জটিল? তারই উত্তর খুঁজবে এই চরিত্র।
সারাবাংলা/পিএ