গানের প্রীতম অভিনয়ে
২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৯ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২১
নাটকে অভিনয় করছেন সঙ্গীতশিল্পী প্রীতম আহমেদ। ‘হেলমেট’ নামের এক পর্বের সেই নাটকের শুটিং শুরু হয়েছে। নাটকটিতে প্রীতমের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শুটিংয়ের একটি ছবি পোস্ট করে প্রীতম আহমেদ লিখেছেন, অভিনয় জগতটা আমার জন্য নতুন না। কিন্তু অভিনেতা হিসেবে কাজ করাটা অবশ্যই নতুন এবং রিস্কি। ‘হেলমেট’ নাটক দিয়ে শুরু করলাম নতুন ইনিংস।
হেলমেট নাটকের গল্প প্রীতম আহমেদের নিজের। নাটকটির প্রযোজকও তিনি। এর আগে তার গল্প এবং প্রযোজনায় ‘অন্ত ঋন’ নামের একটি নাটকের শুটিং শেষ হয়েছে। দুটি নাটকেরই পরিচালক আবু হায়াত মাহমুদ।
গানের মানুষ হঠাৎ কেন অভিনয়ে? প্রীতম বললেন, ভালো লাগে তাই। আর নাটকগুলোতে গানও থাকবে।
‘গানওয়ালা’র ব্যানারে ভবিষ্যতে আরও নাটক আসবে বলে জানালেন প্রীতম।