Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তবে কি মাসুদ রানা ছবিতে থাকছেন না শ্রদ্ধা কাপুর!


২৭ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৩ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ০১:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাসুদ রানা: ধ্বংস পাহাড় ছবিতে সুলতা দেবীর চরিত্রে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর-২৯ আগস্ট এই ঘোষণা আসে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমের অফিসিয়াল পেজ থেকে।

সংবাদটি প্রকাশের পর আলোড়ন উঠে যায় চারিদিকে। এমনকী ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেজ (আইএমডিবি) এ মাসুদ রানা ছবির কলাকুশলিদের তালিকায় অন্তর্ভুক্ত হয় শ্রদ্ধা কাপুরের নাম। সেখানে আরও আছে মিকি রোর্ক, মাইকেল পেরে, মাসুদ রানা চরিত্রে এবিএম সুমনের নাম।

কিন্তু সম্প্রতি আইএমডিবি-তে অন্য সবার নাম থাকলেও দেখা যাচ্ছে না শ্রদ্ধা কাপুরের নাম। তাই ধারণা করা হচ্ছে মাসুদ রানা ছবিতে শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে না শ্রদ্ধা কাপুরকে।

বিজ্ঞাপন

তবে প্রযোজক সংশ্লিষ্ট কেউ এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেননি। এমনকী বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি সংশ্লিষ্ট সূত্র।

বিজ্ঞাপন

আরো