Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গানের অনুষ্ঠান উপস্থাপনায় শাইখ সিরাজ


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৩:০০

গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ। এর বাইরে তার সবচেয়ে বড় যে পরিচয় তা হচ্ছে দেশের কৃষি বিষয়ক অনুষ্ঠান নির্মাণ ও উপস্থাপনার পুরোধা ব্যক্তিত্ব তিনি। বাংলাদেশ টেলিভিশনে তিনি দীর্ঘদিন ‘মাটি ও মানুষ’ নামে একটি কৃষিবিষয়ক অনুষ্ঠান উপস্থপনা করেছেন। এরপর চ্যানেল আইতে দীর্ঘ বছর যাবত করছেন ‘হৃদয়ে মাটি ও মানুষ’ নামের একটি অনুষ্ঠান। যা দেশের কৃষি বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বিজ্ঞাপন

শাইখ সিরাজ এবার ধরা দিচ্ছেন ভিন্ন আঙ্গিকে। গানের অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। চ্যানেল আই-এর ২১ বছরে পদার্পণ উপলক্ষে শাইখ সিরাজ নির্মাণ করেছেন সঙ্গীতের বিভিন্ন রিয়েলিটি শো’র সেরাদের নিয়ে তিন পর্বের অনুষ্ঠান ‘সোনালি সুরের স্মৃতিময় গান’। নির্মাণের পাশাপাশি শাইখ সিরাজ এর উপস্থাপনাও করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসিনা মমতাজ। গান করেছেন লিজা, রন্টি, হুমায়রা বশীর, রাজা বশীর, ঝিলিক, আশিক, কোনাল, সিঁথি সাহা, পূজা, লুইপা, হৈমন্তি, ইউসুফ, বৃষ্টি, স্মরণ, দোলা, সাব্বির, রিপন, সাগর, বাপ্পী, মুনির, রাকিবা, ঐশী, অনন্যা ও শান্ত। এছাড়া প্রায় এক ডজন যন্ত্রশিল্পীর অংশগ্রহণ অনুষ্ঠানটিতে দিয়েছে ভিন্নমাত্রা।

‘সোনালি সুরের স্মৃতিময় গান’ অনুষ্ঠানটিসম্প্রচার হবে ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর রাত ৭.৫০ মিনিটে, চ্যানেল আইতে।

উপস্থাপনা গানের অনুষ্ঠান চ্যানেল আই শাইখ সিরাজ সোনালি সুরের স্মৃতিময় গান