Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জারাকে বিয়ে করলেন তৌসিফ


১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৩৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৩১

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট:

তৌসিফ মাহবুবকে যারা ভালোভাবে চিনেন, তারা জান্নাতুল ফেরদৌস জারাকেও চেনেন। কারণ নিজের প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতা।

জারার সঙ্গেই গতকাল গাঁটছাড়া বেঁধেছেন তৌসিফ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির আরাজ পার্টি সেন্টারে দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের কাছের আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। এ ছাড়া কাছের বন্ধুদের মধ্যে ছিলেন সজল, টয়া, সাবিলা নূর ও সাফা কবির। সোমবার সন্ধ্যায় এই জুটির বউভাত অনুষ্ঠান হবে।

জারার সঙ্গে তৌসিফের প্রেম সাড়ে তিন বছরের। তবে তাদের বিয়ে হয়েছে পারিবারিকভাবেই। জারা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বিবিএ পড়ছেন।

অপরদিকে তৌসিফ মাহবুব নিয়মিত নাটকে অভিনয় করছেন। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেও জনপ্রিয়তা পেয়েছেন এই তরুণ অভিনেতা।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর