শুরু হচ্ছে ‘গণ্ডি’ সিনেমার শেষ ধাপের শুটিং
২৮ আগস্ট ২০১৯ ১৭:৪১ | আপডেট: ২৮ আগস্ট ২০১৯ ১৭:৪৬
‘ভুবন মাঝি’ খ্যাত পরিচালক ফাখরুল আরেফিন খানের দ্বিতীয় সিনেমা ‘গণ্ডি’। শুরু হতে যাচ্ছে সিনেমাটির শেষ ভাগের শুটিং। ২ থেকে ১২ সেপ্টেম্বর ঢাকার বিভিন্ন লোকেশনে চলবে শুটিং।
আরও পড়ুন : ঈদ নাটকে কমছে সিনিয়র পরিচালকদের উপস্থিতি
গণ্ডি সিনেমায় অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা, অপর্ণা ঘোষ, মাজনুন মিজান এবং কলকাতার ‘ফেলুদা’ খ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। শেষ ধাপের শুটিংয়ে সূবর্ণা মুস্তাফা, সব্যসাচী চক্রবর্তী ছাড়াও অংশ নেবেন অন্যান্য অভিনয়শিল্পীরা।
শেষ ভাগের শুটিং শুরু হওয়ার আগে ১ সেপ্টেম্বর ‘গণ্ডি সন্ধ্যা’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে সংশ্লিষ্টরা। সেখানে উপস্থিত থাকবেন সিনেমার প্রধান কলাকুশলিরা।
২০১৮ সালের ডিসেম্বরে লন্ডনে শুরু হয় ছবির শুটিং। চলতি বছরের শুরুতে ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন কলকাতার অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। একই বছরের মার্চ মাসে কক্সবাজারে হয় ছবির দ্বিতীয় ধাপের দৃশ্যধারণ। সেই শুটিংয়ে অংশ নেন সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী চক্রবর্তী।
ছবির কাহিনী এগোবে ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের গল্প নিয়ে। কিছুটা অবসরে থাকা এই বয়সে দুজন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার এবং আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসব বিষয় থাকবে সিনেমাটিতে।
আরও পড়ুন :
. আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানালেন ওপার বাংলা শিল্পীরা
. প্রথম ক্রাশের নাম বলতে গিয়ে লজ্জায় লাল কারিনা
. এলআরবি’র ভোকাল মিজান, স্বপন ছাড়া পুরনো কেউ নেই নতুন লাইনআপে