বাংলাদেশের ছবিতে প্রথমবার সানি লিওনি
১৯ আগস্ট ২০১৯ ২৩:৫১ | আপডেট: ২০ আগস্ট ২০১৯ ১৪:১৬
দেশের নবীন পরিচালক শামীম আহমেদ রনি। তার নতুন ছবি ‘বিক্ষোভ’। এ ছবিতেই কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন রনি নিজেই।
আরও পড়ুন : সজলের দ্বিতীয় সিনেমা, সঙ্গে পিয়া বিপাশা
শামীম আহমেদ রনি এখন রয়েছেন ভারতের মুম্বাইয়ে। সেখান থেকেই রনি সারাবাংলাকে বলেন, ‘সানি লিওনির সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। তিনি সিনেমার একটি গানে পারফর্ম করবেন। এটাকে আইটেম সংও বলা যেতে পারে। মুম্বাইতেই এই গানের শুটিং হবে।’
সানি লিওনির একটি ভিডিও বার্তাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন রনি। ভিডিওতে সানি লিওনি নিশ্চিত করেছেন, তিনি রনির ছবিটিতে কাজ করছেন।
‘বিক্ষোভ’ ছবিটি প্রযোজনা করছেন সেলিম খান। এরই মধ্যে ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও রজতাভ দত্ত।
রনি জানিয়েছেন, ‘বিক্ষোভ’ সিনেমাটি হবে রাজনৈতিক। সেপ্টেম্বরে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এই সিনেমা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।
আরও পড়ুন : অক্ষয়ের জায়গায় কেমন লাগছে কার্তিককে?