তবে কি দশ বছর পর সিনেমায় আফসানা মিমি?
৯ আগস্ট ২০১৯ ১৭:১৮
দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী আফসানা মিমি। করেছেন নাটক পরিচালনাও। ছোট পর্দায় মিমিকে বেশি দেখা গেলেও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তবে সেই সংখ্য খুবই কম।
মিমি অভিনীত শেষ সিনেমা ‘প্রিয়তমেসু’। তাও দশ বছর আগে। কাথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেন মোরশেদুল ইসলাম। ছবিতে অভিনেতা তৌকীর আহমেদের স্ত্রী’র চরিত্রে অভিনয় করেন আফসানা মিমি।
এখন শোনা যাচ্ছে নতুন একটি সিনেমায় অভিনয় করবেন তিনি। ‘মনপুরা’ খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত নতুন ছবিতে মিমির অভিনয়ের কথা উড়ছে মিডিয়াঙ্গনে।
যদিও এ ব্যাপারে কোনো কথা বলেননি পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। আনু্ষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সবার নাম জানানো হবে বলে জানিয়েছেন সেলিম। তবে সূত্র বলছে এরই মধ্যে সেলিমের নতুন ছবিতে অভিনয় করার বিষয়টি চূড়ান্ত কেরেছেন মিমি।
আর আফসানা মিমির সঙ্গে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় অনলাইনে প্রশ্ন পাঠানো হলেও তার কোনো উত্তর দেননি তিনি।
সব কিছু ঠিক থাকলে দশ বছর পর সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আফসানা মিমি। এরমধ্যেই প্রকাশিত খবর- গিয়াসউদ্দিন সেলিমের তৃতীয় সিনেমার বিষয়বস্তু মানুষের মৌলিক তারনা। এরইমধ্যে জানা গেছে ছবিতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, ফজলুর রহমান বাবু।
এই ছবির মাধ্যমে চঞ্চল চৌধুরীও দশ বছর পর গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় কোনো সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াবেন। শিগগিরই শুরু হবে সিনেমার শুটিং।
আফসানা মিমি গিয়াসউদ্দিন সেলিম চঞ্চল চৌধুরী টপ নিউজ সিনেমা সিয়াম আহমেদ