Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসিফ এবার ‘দেবদাস’


৭ আগস্ট ২০১৯ ১৩:৪৬ | আপডেট: ৭ আগস্ট ২০১৯ ১৪:২৪

সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে জনপ্রিয় গায়ক আসিফ আকবরের নতুন গান প্রকাশ পাচ্ছে। একই সঙ্গে মুক্তি পাচ্ছে সেসব গানের মিউজিক ভিডিও। সেখানে আসিফ আকবর নিজেই মডেল হয়ে বিভিন্ন রূপে।


আরও পড়ুন :  অবশেষে স্বপ্নপূরণ


এবার ঈদুল আজহাতেও নতুন গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। গানের শিরোনাম ‘দেবদাস’। গানটি লিখেছেন রাজিব আহমেদ, সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

গানের একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে চরিত্রের প্রয়োজনে কিছু দৃশ্যে অনেকটা ‘দেবদাস’ রূপে হাজির হবেন আসিফ আকবর, এমনটাই জানায়েছেন নির্মাতা চন্দন রায় চৌধুরী। গানের ভিডিওতে আসিফ আকবরের সাথে দেখা যাবে নাফিসা কামাল ঝুমুরকে।

আসিফ আকবর বলেন, ‘দেবদাস প্রেমের আবেদনময়ী গান। কিছু গান বেঁচে থাকে চিরকাল, দেবদাস চিরকাল বেঁচে থাকার মতো একটি গান। গানের ভিডিওতে একাধিক রূপে হাজির হয়েছি, যা দর্শকদের ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়,  ঈদুল আজহার বিশেষ আয়োজনে আগামী ১০ আগস্ট তাদের ইউটিউবে প্রকাশ হবে ‘দেবদাস’ গানের ভিডিও।


আরও পড়ুন :  পদ্মাপুরাণ: নারী-নদী-জীবন যেখানে একসঙ্গে বহমান


আসিফ আকবর দেবদাস সংগীত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর