Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দশ বছর পর আবারও পরিচালক-নায়ক জুটি!


১ আগস্ট ২০১৯ ১৭:৪৩ | আপডেট: ১ আগস্ট ২০১৯ ১৭:৪৯

‘মনপুরা’ মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ছবিতে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী। ব্যবসা এবং জনপ্রিয়তার কারণে ছবিটি দেশের চলচ্চিত্র ইতিহাসে হয়ে আছে উজ্জ্বল উদাহরন। শুধু তাই নয়, মনপুরা ছবির পর চঞ্চল চৌধুরীও শক্ত জায়গা করে নেন ইন্ড্রাস্ট্রিতে।

মনপুরা ছবিটির তিুমুল জনপ্রিয়তার পরও চঞ্চলকে নিয়ে আর সিনেমা করেননি পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। এমনকী গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’এ ছিলেন না চঞ্চল।

বিজ্ঞাপন

তবে চলচ্চিত্রপ্রেমীরা নিরাশ হবেন না। জনপ্রিয় সেই পরিচালক-নায়ক জুটি আবারও ফিরবেন, এমনই শোনা যাচ্ছে চলচ্চিত্রাঙ্গনে।

হ্যাঁ, এ ধরণের একটি প্রক্রিয়া চলছে। এ কথা স্বীকার করেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। কিন্তু এর বেশি আর কিছুই বলতে চাইছেন না পরিচালক।

অন্যদিকে সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রস্তাব করা হয়েছে চঞ্চল চৌধুরীকে। গল্পটি চঞ্চলের ভালো লেগেছে এবং সিনেমাটিতে কাজ করার ইচ্ছাও রয়েছে অভিনেতার। তবে চঞ্চল এখনো চুক্তিবদ্ধ হননি। ছবিটিতে আরও থাকবেন ফজলুর রহমান বাবু। শিগগিরই নাকি চুক্তিবদ্ধ হবেন তিনি।

সূত্রের খবর, ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন এ প্রজন্মের কোনো চিত্রনায়ক। আর সেই চরিত্রে শোনা যাচ্ছে সিয়ামের নাম।

আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিনেমার সব তথ্য জানানো হবে অচিরেই। তার আগ পর্যন্ত তাই মুখে কুলুপ এঁটেছেন সবাই।

গিয়াস উদ্দিন সেলিম চঞ্চল চৌধুরি টপ নিউজ ফজলুর রহমান বাবু সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর