প্রযোজকদের সভাপতি খসরু, সম্পাদক শামসুল আলম
২৯ জুলাই ২০১৯ ১৫:২৫ | আপডেট: ২৯ জুলাই ২০১৯ ১৫:৩৪
দুই দফা নির্বাচন শেষে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি পেলো নতুন কমিটি। আজ সোমবার (২৯ জুলাই) দ্বিতীয় ধাপের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাক শাসমুল আলম।
আরও পড়ুন : নোলানের ছবিতে ভারতের ডিম্পল কাপাডিয়া
এছাড়া উর্ধ্বতন সহ–সভাপতি পদে কামাল কিবরিয়া লিপু, সহ–সভাপতি পদে মো. শহীদুল আলম, সহকারি সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল ও মো. আলিমুল্লাহ খোকন, কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান সিদ্দিকী মনির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে মোর্শেদ খান হিমেল এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইলা জাহান নদী।
প্রথম ধাপের নির্বাচিত ১৯ জন প্রযোজক ভোট প্রদানের মাধ্যমে নতুন কমিটির বিভিন্ন পদের প্রার্থীদের নির্বাচন করেন। এর আগে শনিবার (২৭ জুলাই) প্রথম ধাপের নির্বাচনে ১৩৪ জন ভোটার ওই ১৯ জনকে নির্বাচিত করেন। নির্বাচিত এই নতুন কমিটি আগামী ২০১৯-২০২১ সাল পর্যন্ত সিনেমার মাতৃসম সংগঠনটিকে নেতৃত্ব দেবে।
এবার প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন বাণিজ্য মন্ত্রণায়লয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল। তার সহযোগি হিসেবেছিলেন মো.জালাল উদ্দিন। তিনিও বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব। অন্য সদস্য হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারি প্রোগ্রামার মো.খাদেমুল ইসলাম।
আরও পড়ুন :
. জন্মদিনে সঞ্জয় দত্তের তেলেগু উপহার
. শাহরুখ পুত্রের তামিল অভিষেক!
. গুঞ্জন হলো সত্যি, নোবেল তৃতীয়
খোরেশেদ আলম খসরু চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি নির্বাচন শামসুল আলম