গল্প পরিবর্তনের কারণে নেই আমিন-মৌসুমী: খোকন
১৭ জুলাই ২০১৯ ২১:১৯ | আপডেট: ১৭ জুলাই ২০১৯ ২১:২৪
শাকিব খানের নতুন ছবি আগুন। শাকিব খানের সঙ্গে এই ছবিতে আরও অভিনয় করার কথা ছিল আমিন খান ও মৌসুমীর। কিন্তু হঠাৎ করেই জানা গেল আমিন ও মৌসুমীর কেউই অভিনয় করছেন না এই ছবিতে। বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন পরিচালক বদিউল আলম খোকন নিজেই।
তিনি সারাবাংলাকে বলেন, ‘আমিন খান এবং মৌসুমী এই ছবিতে থাকছেন না। কারণ ছবির গল্প কিছুটা পরিবর্তন হচ্ছে। গল্পটি আর আগের মতো নেই। পরবর্তীতে বিস্তারিত জানাব।’
আরও পড়ুন : রোমান্টিক থ্রিলার ছবিতে জুটি বাঁধছেন জাহ্নবি ও ইশান
অন্যদিকে আমিন খান সারাবাংলাকে বলেন, ‘বদিউল আলম খোকন আমাকে ছবিটি করার কথা বলেছিলেন। কিন্তু এখন অনেক কাজের মধ্যে আর সময় দিতে পারছি না। আমি নতুন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছি। সেখানেও অনেক সময় দিতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘তবে বদিউল আলম খোকনসহ পুরো ইউনিটকে আমার শুভকামনা। ছবিটি ভালোভাবে হোক। এখন সিনেমার খারাপ অবস্থা। এর মধ্যে ভালো ছবি পারে সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে।’
আর চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। ‘আগুন’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন নবাগত জাহারা মিতু। এই ছবির মাধ্যমেই তিনি অভিষিক্ত হবেন ঢালিউডে।
দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির শুটিং শুরু হওয়ার কথা বৃহস্পতিবার (১৮ জুলাই)। নির্ধারিত সময় শুটিং শুরু হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই বলতে পারছেন না কবে শুরু হবে শুটিং।
সারাবাংলা/পিএ/এএসজি
আরও পড়ুন :
. মৌসুমী হামিদ-শিপনের নতুন ছবি ‘ভালোবাসার রাজকন্যা’
. বলিউডও মজেছে ফেসঅ্যাপে
. ‘মুন্না ভাই’ শুরুর অপেক্ষায় সঞ্জয়
. শেষ হচ্ছে পাঁচ বছরের দীর্ঘ ধারাবাহিক ‘নোয়াশাল’
. পর্ব প্রতি ৩ কোটি সম্মানী!