আসছে সহজিয়া ব্যান্ডের ‘ছোট পাখি’ গানের মিউজিক ভিডিও
১৫ জুলাই ২০১৯ ১৭:৪২ | আপডেট: ১৫ জুলাই ২০১৯ ১৮:২০
সহজিয়া ব্যান্ডের গান ‘ছোট পাখি’। গানটি প্রকাশ পায় ২০১৮ সালে। ব্যান্ডটির দ্বিতীয় অ্যালবাম ‘ঘোড়া’য় ছিল গানটি।
সম্প্রতি গানটি চলে এসেছে আলোচনায়। ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক তার এক অনুষ্ঠানে সহজিয়া ব্যান্ডটির ক্রেডিট দিয়ে গানটি পেরিবেশন করেন।
মৌসুমী ভৌমিকের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সারা ফেলে। একইসঙ্গে সহজিয়া ব্যান্ডের ‘ছোট পাখি’ গানটিও চলে আসে আলোচনায়। এবার নির্মিত হচ্ছে গানটির মিউজিক ভিডিও।
আরও পড়ুন : ভিলেন দাদুর নায়ক নাতি
ফ্রেম ওয়ার্কের সহযোগিতায় লঘু-গুরু’র প্রযোজনায় মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক। ভিডিওটির সব কাজ শেষ। ১৮ জুলাই ভিডিওটি আসবে অনলাইনে।
হঠাৎ গানটির মিউজিক ভিডিও নির্মাণ প্রসঙ্গে সহজিয়া ব্যান্ডের ভোকাল রাজু সারাবাংলাকে বলেন, ‘আমাদের অনেক রকমের সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতাগুলো থেকে যখন একটু বেরিয়ে আসেত পারি তখন কোনো একটা কাজ হয়। এই মিউজিক ভিডিওটিও সেরকম। চারপাশের মানুষের উৎসাহে ও সহযোগিতায় কাজটি করা।’
‘ছোট পাখি’ গানটিকে উৎসর্গ করা হয়েছে সাগরে ভাসা শিশু শরনার্থীদের প্রতি। রাজু বলেন, ‘আমাদের সময়ে সাগরে ভাসা শিশু শরনার্থীদের করুণ মৃত্যু দেখতে হলো। আমরা আমাদের গান তাদের উৎসর্গ করছি। শরনার্থী সমস্যা আগেও ছিল, এখনো আছে। এদের মধ্যে থেকে আমরা শিশুদের কথাই শুধু বলছি। এমন দৃশ্য আর দেখতে চাই না।’
সোমবার (১৫ জুলাই) প্রকাশ হয়েছে গানটির মিউজিক ভিডিওর টিজার।
সারাবাংলা/পিএ/পিএম
আরও পড়ুন :
. এখনো ফেরদৌসের অপেক্ষায় দত্তা’র ইউনিট
. শাকিবকে নিয়ে কাজী হায়াতের ৫০তম ছবির শুটিং শুরু
. বুলবুল আহমেদ সম্মাননা পেলেন এ টি এম শামসুজ্জামান
. টিজারে দেখা মিলল গুরু–শিষ্যের
. ২৩ বছরে এটিএন বাংলা
. অক্ষয় আসছেন বিশেষ চরিত্রে