Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিলেন দাদুর নায়ক নাতি


১৫ জুলাই ২০১৯ ১৬:১৭ | আপডেট: ১৫ জুলাই ২০১৯ ১৬:৩২

বর্ধন পুরি। অভিনেতা হিসেবে প্রথম ছবি ‘পাগল’-এর জন্য নিজেকে তৈরি করছেন। আর নিজের প্রথম ছবি বর্ধন উৎসর্গ করছেন তার দাদুকে। বর্ধনের দাদু কে জানেন তো?

হিন্দি চলচ্চিত্রের প্রবাদপ্রতিম অভিনেতা অমরেশ পুরির নাতি বর্ধন পুরি। ফলে বোঝাই যাচ্ছে তার রক্তেেআছে অভিনয়। তাছাড়া বর্ধনের অভিনয়ের হাতেখড়ি হয়েছে থিয়েটারে। বেশ কিছু দিন কাজ শিখেছেন ক্যামেরার পিছনেও। এবার তৈরি হচ্ছেন নিজের প্রথম ছবির জন্য। আর তাই জাতীয় পুরস্কারপ্রাপ্ত লেখক তথা পরিচালক সত্যদেব দুবের কাছে অভিনয় শিখেছেন বর্ধন। এই সত্যদেব দুবে আবার অমরেশ পিুরিরও মেন্টর ছিলেন।

চেরা রুপারেল পরিচালিত বর্ধনের ডেবিউ ফিল্ম ‘পাগল’ একটি রোম্যান্টিক থ্রিলার। সব ঠিক থাকলে আসছে ২৬ জুলাই মুক্তি পাবে ছবিটি।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :

.   এখনো ফেরদৌসের অপেক্ষায় দত্তা’র ইউনিট

.   শাকিবকে নিয়ে কাজী হায়াতের ৫০তম ছবির শুটিং শুরু

.   বুলবুল আহমেদ সম্মাননা পেলেন এ টি এম শামসুজ্জামান

.   টিজারে দেখা মিলল গুরু–শিষ্যের

.   ২৩ বছরে এটিএন বাংলা

.   অক্ষয় আসছেন বিশেষ চরিত্রে


অভিনেতা অমরেশ পুরি ছবি বর্ধন পুরি বলিউড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর