Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিবকে নিয়ে কাজী হায়াতের ৫০তম ছবির শুটিং শুরু


১৫ জুলাই ২০১৯ ১৪:০৬ | আপডেট: ১৫ জুলাই ২০১৯ ১৬:৪৩

বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক কাজী হায়াত শুরু করেছেন তার ৫০তম সিনেমার কাজ। সোমবার (১৫ জুলাই) এফডিসির কড়ইতলায় এক অনাড়ম্বর মহরতের মধ্য দিয়ে শুরু হয়েছে ছবির শুটিং। ‘বীর’ শিরোনামের ছবিটি প্রযোজনা করছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তিনি ছাড়াও এই ছবির সহ প্রযোজক হিসেবে আছেন মো. ইকবাল।

গত জুন মাসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শাকিব খান তার এস কে ফিল্মসের ব্যানারে চারটি ছবি প্রযোজনার ঘোষণা দেন। সেই চার ছবির একটি ‘বীর’। তখন শাকিব খান জানিয়েছিলেন কাজী হায়াত ৫০তম ছবি পরিচালনা করছেন। আর সেই ছবির প্রযোজনা করবে এস কে ফিল্মস।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  বুলবুল আহমেদ সম্মাননা পেলেন এ টি এম শামসুজ্জামান


সেই ঘোষণার পর বেশি সময় লাগেনি ছবির কাজ শুরু হতে। সারাবাংলাকে কাজী হায়াত বলেন, আমি আমার সব সিনেমায় সমাজের কথা বলেছি। অন্যায়, অবিচারের বিরুদ্ধে আমি সিনেমার মাধ্যমে প্রতিবাদ করেছি। আমার ৫০তম ছবিটিও সেরকম হতে যাচ্ছে। আমি শাকিব খানের কাছে কৃতজ্ঞ যে, তিনি আমার এই যাত্রায় সাথে রয়েছেন।

তিনি আরও বলেন, শাকিব নিঃসন্দেহে বাংলাদেশের সেরা নায়ক। সেরা নায়ক নিয়ে নির্মিতব্য সিনেমাটি সেরা হবে বলে আমার বিশ্বাস। শাকিব খানও চাইছেন আমার ৫০তম ছবিকে স্মরণীয় করে রাখতে।

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   টিজারে দেখা মিলল গুরু–শিষ্যের

.   ২৩ বছরে এটিএন বাংলা

.   অক্ষয় আসছেন বিশেষ চরিত্রে


৫০তম ছবি কাজী হায়াত ঢালিউড বীর শাকিব খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর