মাকে হারালেন অভিনেতা জিতু আহসান
১৩ জুলাই ২০১৯ ১৩:৫৬ | আপডেট: ১৩ জুলাই ২০১৯ ১৬:৪৬
অভিনেতা জিতু আহসানের মা সুরাইয়া আহসান মারা গেছেন। বাংলাদেশ সময় ভোর চারটায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। অভিনয় শিল্পী সংঘের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।
সুরাইয়া আহসান প্রয়াত খ্যাতিমান অভিনেতা সৈয়দ আহসান আলী সিডনী’র সহধর্মিনী ছিলেন। প্রয়াত সুরাইয়া আহসান দীর্ঘকাল ইডেন মহিলা কলেজে ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন। এরপর আমৃত্যু তিনি সানবীম স্কুলের শিক্ষক হিসেবে কাজ করেছেন।
সুরাইয়া আহসানের মৃত্যুতে অভিনয় শিল্পী সংঘ গভীর শোক প্রকাশ করেছে।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. সিতারা ভাগ্যাহত এক নারীর গল্প: রাইমা সেন
. বাবার ছবিতে আলিয়ার গান
. কঠিন বাস্তবতা ও জীবনবোধের সিনেমা ‘আদম’