Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিকির মন খালি নেই


১ জুলাই ২০১৯ ১৬:৩০

হরলিন শেঠির সঙ্গে সম্পর্ক চুকেবুকে গেছে কিছুদিন আগে। সে কথা আনুষ্ঠানিকভাবে স্বীকারও করেছেন বলিউডের বর্তমান সময়ের ক্রেজ ভিকি কুশল। কিন্তু তার মানে, যারা ভাবছেন ভিকি সিঙ্গেল আছে তাদের ভাবনা ভুল। না, ভিকির মন খালি নেই।  আবার প্রেমে পড়েছেন তিনি। আর গণমাধ্যমে সে খবর জানান দিয়েছেন বলিউড অভিনেত্রী এবং ভিকির বন্ধু রাধিকা আপ্তে। আর এই কাণ্ড তিনি ঘটিয়েছেন নেহা ধুপিয়ার শোতে।

সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো-এ গিয়েছিলেন রাধিকা। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, বলিউডের কোন যুগলের উচিত নিজেদের রিলেশনশিপের কথা প্রকাশ করা? উত্তরে রাধিকা ভিকির এবং তার নতুন প্রেমিকার নাম বলেন। তিনি বলেন, ‘যেকোনও গসিপ আমি সবার শেষে জানতে পারি। কিন্তু ভিকি প্রেম করছে সেটা আমি অনেকের আগেই জানি। মেয়েটিও খুব সুন্দর। ওদের উচিত সবার সামনে সম্পর্কের বলা।’

বিজ্ঞাপন

কে সেই নতুন প্রেমিকা?
শোনা যাচ্ছে, মালবিকা মোহাননের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভিকি। ছোট থেকেই নাকি ভিকি এবং মালবিকা একে অপরের পরিচিত। ইদানিং নাকি বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। মালবিকাও পেশায় অভিনেত্রী। তবে হিন্দির তুলনায় দক্ষিণী ছবিতে বেশি কাজ করেছেন এই অভিনেত্রী।

বিদেশি গণমাধ্যম অবলম্বনে

সারাবাংলা/পিএম

নেহা ধুপিয়া প্রেম ভিকি কৌশল রাধিকা আপ্তে হরলিন শেঠি