Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্র্যাজুয়েট কন্যাকে নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ


২৯ জুন ২০১৯ ১২:১৬ | আপডেট: ২৯ জুন ২০১৯ ১৩:০১

বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে হিসেবে সবসময় লাইমলাইটে থাকেন সুহানা খান। সেটাই স্বাভাবিক। ফলে সুহানা খান কোন পোশাক পরে ঘুরতে বের হলেন কিংবা সমুদ্র পাড়ে কাদের সঙ্গে ছুটি কাটালেন কিংবা কোন বন্ধুর সঙ্গে বাইরে খেতে গেলেন, সবই খবর হয়।
তবে এবার সুহানা খবর ভিন্ন কারণে। গ্র্যাজুয়েশন শেষ করেছেন শাহরুখ-গৌরির একমাত্র কন্যা। ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে সুহানা তার গ্র্যাজুয়েশন করেছেন। গেলো চার বছর ইংল্যান্ডের সাসেক্সের আর্ডিংলি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন সুহানা।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  অভিনয় শিল্পী সংঘের অভিষেক, সভাপতি জানালেন পরিকল্পনা


সব ব্যস্ততাতে পাশে রেখে মেয়ের গ্র্যাজুয়েশন উৎসবে হাজির ছিলেন কিং অফ রোমান্স শাহরুখ খান ও গৌরি খান। স্বভাবই মেয়ের এই অর্জনে বেশ আবেগি হয়ে পড়েন শাহরুখ। তার সেই আবেগের ছোঁয়া পাওয়া যায় শাহরুখের ইন্সটাগ্রাম পোস্টে। সেখানে মেয়ে এবং স্ত্রী গৌরির ছবি পোস্ট করে তিনি মেয়ের উদ্দেশ্যে লিখেছেন- চার বছর দেখতে দেখতে চলে গেলো। অবশেষে আর্ডিংলি থেকে স্নাতক। শেষ পিজ্জা… শেষ ট্রেনে চড়া… আর বাস্তব জীবনে প্রথম পদক্ষেপ… স্কুল শেষ… তবে শেখা শেষ না।

বিজ্ঞাপন

ওদিকে সুহানা খানের বলিউড অভিষেক নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে। অনেকেই মনে করেন ভেতরে ভেতরে বলিউডের জন্য মেয়েকে তৈরি করছেন শাহরুখ। শাহরুখও অবশ্য তাতে দ্বিমত করেননি কখনো। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সুহানাকে আগে পড়াশোনা শেষ করতে হবে। আর অভিনয়ে আসার আগে তিন-চার বছর বিষয়টির ওপর পড়াশোনা করতে হবে। তার পরেই পর্দা উপস্থিতি।
তার মানে দাঁড়াচ্ছে, সহসাই বলিউডে অভিষেক হচ্ছেনা শাহরুখ কন্যার।

শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান চলচ্চিত্র নির্মাণের ওপর আমেরিকায় পড়াশোনা করছেন।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :

.   তবে কী ‘বন্ড ২৫’র টাইটেল ফাঁস?

.   নওয়াজের সঙ্গে জুটি বাঁধছেন তামান্না


আরিয়ান গৌরি খান বলিউড শাহরুখ খান সুহানা খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর