অভিনয় শিল্পী সংঘের অভিষেক, সভাপতি জানালেন পরিকল্পনা
২৮ জুন ২০১৯ ১৯:০৫ | আপডেট: ২৯ জুন ২০১৯ ১৪:৪২
অভিনয় শিল্পী সংঘের নব নির্বাচিত কমিটির অভিষেক হলো শুক্রবার (২৮ জুন)। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে নবনির্বাচিতদের শুভেচ্ছা জানান সংগঠনের অন্যান্য সদস্যরা। এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নবনির্বাচিত কমিটির দায়িত্ব শুরু হলো।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মামুনুর রশীদ, আফরোজা বানু ও কে এস ফিরোজ ফুল দিয়ে নব নির্বাচিতদের শুভেচ্ছা জানান। নবনির্বাচিতরা ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন তাদের প্রতিদ্বন্দ্বিদের। আয়োজনে আরও উপস্থিত ছিলেন নাটকের সঙ্গে যুক্ত প্রযোজক, পরিচালক ও নাট্যকারদের সংগঠনের নেতারা।
আয়োজনের বক্তব্যে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের কর্মপরিকল্পনার কিছু বিষয় তুলে ধরেন।
সংগঠনের নতুন সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আমাদের অন্যতম বড় কাজ হবে অভিনয়কে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা। এজন্য আমরা সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে বসে কাজটি এগিয়ে নিয়ে যাবো। একজন অভিনয়শিল্পীর পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রে পেশা হিসেবে যেন অভিনয়শিল্পী লিখতে পারেন সেই কাজটি আমরা করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমাদের যারা গুণী শিল্পীরা আছেন তাদের নিয়ে তথ্যচিত্র নির্মাণের মাধ্যমে তাদের অবদান আমরা সংরক্ষণ করবো। এছাড়া আমাদের একটা আর্কাইভ নির্মাণের পরিকল্পনা আছে। অভিনয়শিল্পীদের তথ্য সংরক্ষণের জন্য একটা ওয়েবসাইট তৈরির পরিকল্পনাও আছে আমাদের। এছাড়াও অভিনয় শিল্পী সংঘের প্রতিষ্ঠার দিনটি সবাই মিলে উদযাপন করার পরিকল্পনা চলছে।’
নির্বাচনের আগে আদালতের নিষেধাজ্ঞা প্রসঙ্গে সেলিম বলেন, ‘এটা আইনি প্রক্রিয়া। যারা এই কাজটি করেছে তাদের প্রতি আমরা নিন্দা জানাই। তবে এর উত্তর আমরা আইনের মাধ্যমেই দেব।’
সাধারণ সম্পাদকের বক্তব্যে দ্বিতীয় দফায় নির্বাচিত আহসান হাবিব নাসিম বলেন, ‘আমরা অনেক অভিনয়শিল্পী ও পরিচালকদের বলতে শুনি, তারা কাজ করে সন্তুষ্ট হচ্ছেন না। কাজ শেষে বাড়ি ফেরেন, সঙ্গে নিয়ে যান মানসিক যন্ত্রণা। আমাদের অন্যতম বড় কাজ হবে অভিনয়শিল্পীদের পেশাদারিত্বের নিরাপত্তা প্রতিষ্ঠা।’
এসব পরিকল্পনার সঙ্গে আগের সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন নবনির্বাচিত কমিটির নেতারা। এছাড়াও নতুন কোনো কাজে সবার অংশদারিত্বে সুন্দর ও স্বচ্ছ পরিবেশ তৈরি করা মূল লক্ষ্য হবে বলে উল্লেখ বরেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
২১ জুন শিল্পকলা একাডেমিতে অভিনয়শিল্পী সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১টি আসনের জন্য লড়াই করেন ৫১ জন অভিনয়শিল্পী।
সারাবাংলা/পিএ/পিএম