সাবেকের ভূমিকায় বর্তমান
১৯ জুন ২০১৯ ১২:২৬ | আপডেট: ১৯ জুন ২০১৯ ১৩:০৩
২০১২ সালে বিয়ে করেছিলেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। তার আগে প্রকাশ্যে এবং গোপণ প্রেম আরও কিছু বছর। সব মিলিয়েেএই জুটির প্রেম-ভালোবাসার বয়স দশক ছাড়িয়েছে।
এতটা বছর পরে এসে এবার সাবেক প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করতে যাচ্ছে বাস্তবের এই জুটি। বলিউড সূত্রের খবর, ডেব্যু পরিচালক নিতিন কক্করের প্রথম ছবি ‘জওয়ানি জানেমান’-এ প্রাক্তনের ভূমিকায় অভিনয় করবেন সাইফ-কারিনা।
আরও পড়ুন : ঢাকায় একসঙ্গে হলিউডের তিন ছবি
সাইফ আলী খান ও কারিনা কাপুর এর আগে চারটির মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। ‘ওমকারা’ (২০০৬), ‘তশন’ (২০০৮), ‘এজেন্ট বিনোদ’ (২০১২) এর পর এই জুটির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘হ্যাপি এন্ডিং’ মুক্তি পেয়েছিল পাঁচ বছর আগে, ২০১৪ তে। পাঁচ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন তারা।
‘জওয়ানি জানেমান’ ছবিতে মূলত বাবা-মেয়ের গল্প বুনেছেন পরিচালক নিতিন। ছবিতে বাবার ভূমিকায় থাকছেন সাইফ আর তার মেয়ের ভূমিকায় অভিনয় করছেন পূজা বেদির মেয়ে আলাইয়া।
ইতিমধ্যেই লন্ডনে ছবির শুটিং শুরু হয়েছে। সাইফ-আলাইয়া শুটিংয়ে অংশ নিলেও কারিনা এখন দলের সঙ্গে যোগ দেননি।
সারাবাংলা/পিএম
আরও পড়ুন :
. দুই ছবি পেলো সেন্সর ছাড়পত্র
. শাকিব-অপু জুটির ছবি এখন শাকিব-বুবলী’র হাতে
. সাত দেশের অংশগ্রহণে ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব’
আরও দেখুন ঃ আমার জন্মই হয়েছে সঙ্গীতের জন্য: বাপ্পা মজুমদার [ভিডিও স্টোরি]