Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমানে শীতল ক্যাটরিনা


১৯ মে ২০১৯ ১৩:০২ | আপডেট: ১৯ মে ২০১৯ ১৪:১৬

তাদের দুজনকে নিয়ে আলোচনা নানাকেন্দ্রিক। এক সময়ের এই প্রেমিক জুটি আবারও প্রেমে কামব্যাক করেছেন এমন জল্পনাও আছে চারপাশে। কিন্তু তারা এ ব্যাপারে স্পিকটি নট। হুম, বলা হচ্ছে সালমান খান আর ক্যাটরিনা কাইফের কথা।

সম্প্রতি জানা গেলো আরেক মজার তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাটরিনা কাইফের ফলোয়ারের সংখ্যা দুই কোটি বিশ লাখের উপরে। নানা রকম পোস্ট দেওয়ার পাশাপাশি অন্য তারকাদের পোস্টেও লাইক, কমেন্ট করেন। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম শুধু একজন। তিনি সালমান খান। এখন পর্যন্ত সালমান খানের কোনও ছবিতে লাইক বা কমেন্ট করতে দেখা যায়নি ক্যাটরিনাকে। এত কাছের মানুষ হয়েও সোস্যাল মিডিয়ায় সালমানের ব্যপারে এতটা শীতল কেন ক্যাটরিনা!

বিজ্ঞাপন

আরও পড়ুন :  চলে গেলেন অভিনেত্রী মায়া ঘোষ


প্রশ্নের জবাব অবশ্য দিয়েছেন ক্যাটরিনা। তার ভাষায়, ব্যাপারটা একদমই ইচ্ছেকৃত না। আর মাত্রই ব্যাপারটি জানতে পেরেছেন তিনি! কথার কৌশলে ক্যাটরিনা বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও পেছনের কিন্তু খুঁজতে মাঠে নেমেছেন কেউ কেউ।

এদিকে ক্যাটরিনার বর্তমান ব্যস্ততা ভারত ছবি নিয়ে। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পুরনো প্রেমিকের সঙ্গে অনস্ক্রিন ফিরছেন ক্যাটরিনা। যদিও প্রথমে ক্যাটরিনার চরিত্রের জন্য প্রিয়াঙ্কা চোপড়ার কথা ভেবেছিলেন সালমান। কিন্তু বিয়ের ব্যস্ততার কারণ দেখিয়ে ছবি থেকে সরে যান প্রিয়াঙ্কা। বিষয়টি নিয়ে সালমান-প্রিয়াঙ্কার মধ্যে মনোমালিন্যও তৈরি হয়। সেসময় ছবিটি করতে এগিয়ে আসেন ক্যাটরিনা।

আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ একটি কোরিয়ান ছবির রিমেক।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  ‘নোলক’ এখনো ঝুলছে!


বিজ্ঞাপন

আলী আব্বাস জাফর ক্যাটরিনা কাইফ প্রেম বলিউড ভারত মুভি সালমান খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর