Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন অভিনেত্রী মায়া ঘোষ


১৯ মে ২০১৯ ১২:১৮ | আপডেট: ১৯ মে ২০১৯ ১৪:০৮

দুরারোগ্য ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্রের পরিচিত মুখ মায়া ঘোষ। দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে রবিবার (১৯ মে) সকাল পৌনে নয়টার দিকে যশোরে মারা যান এই গুণী অভিনেত্রী। মায়া ঘোষের ছোট বোনের স্বামী আব্দুর রব সারাবাংলাকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

আব্দুর রব জানান, মায়া ঘোষকে এপ্রিলের ১৭ তারিখ যশোরের কুইন্স হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। ২০১৮ সাল থেকে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য কিছুদিন তিনি কলকাতায় চিকিৎসা নিয়েছিলেন।

বিজ্ঞাপন

তিনি জানান, দুপুরের পর যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে মায়া ঘোষের সৎকার করা হবে।

মায়া ঘোষ প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি মঞ্চ ও টেলিভিশনের প্রিয় মুখ ছিলেন। ১৯৮১ সালে ‘পাতাল বিজয়’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। তার ছয় সন্তান। তাদের মধ্যে দুজন দেশের বাইরে থাকেন।

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  ‘নোলক’ এখনো ঝুলছে!


অভিনেত্রী ক্যান্সার চলচ্চিত্র মায়া ঘোষ মৃত্যু যশোর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর