এবার ঈদেও গাইবেন মাহফুজুর রহমান
১৫ মে ২০১৯ ১৬:৫০ | আপডেট: ১৫ মে ২০১৯ ১৬:৫৩
গেলো কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের ঈদেও গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলা সূত্রে জানা গেছে, মৌলিক কিছু গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। ইতিমধ্যে গানের রেকর্ডিং হয়ে গেছে। কয়েকটি গানের দৃশ্য ধারণের কাজও শেষ। বরাবরের মতো গানগুলোর দৃশ্যধারণ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে।
মাহফুজুর রহমানের গাওয়া গানগুলোর কথা লিখেছেন দেশের বেশ কয়েকজন স্বনামধন্য গীতিকার। গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ এবং রাজেশ। জানা গেছে, বেশির ভাগ গানই হবে স্যাড রোমান্টিক ধাঁচের।
উল্লেখ্য ২০১৭ সালের কোরবানি ঈদে প্রথম সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হন ড. মাহফুজুর রহমান। সেসময় তার গান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চর্চা হয়। ব্যাপক আলোচনা-সমালোচনার মুখেও নিয়মিত গানের অনুষ্ঠান করে যাচ্ছেন ড. মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমানের এবারের সঙ্গীতানুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের পরদিন রাত সাড়ে দশটায়, এটিএন বাংলায়।