Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাষা আন্দোলন নিয়ে তৌকীরের নতুন ছবি


৫ ডিসেম্বর ২০১৭ ১৩:৩২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫৭

স্টাফ করেসপন্ডেন্ট:
দেশজুড়ে চলছে ‘হালদা’ উৎসব। ১ ডিসেম্বর মুক্তির পর তৌকীর আহমেদের এ ছবিটি বিস্তর প্রশংসা কুড়াচ্ছে। ‘হালদা’র সাফল্যে উচ্ছ্বসিত তৌকীর সারাবাংলাকে দিলেন তার পরবর্তী ছবির খবর। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘ফাগুন হাওয়ায়’।

বছর কয়েক ধরে এ ছবির গল্প মাথায় নিয়ে ঘুরছেন তিনি। ২০১৫- তে একবার ঘোষণা দিয়েও অর্থাভাবে নির্মাণ করতে পারেননি। তবে এবার সময়-সুযোগ সবই অনুকূলে। তাই আর দেরি করতে চান না। ‘হালদা’ সংক্রান্ত ব্যস্ততা শেষ হলেই ‘ফাগুন হাওয়ায়’-র প্রি-প্রোডাকশনে নেমে যাবেন।

বিজ্ঞাপন

তৌকীর আহমেদের অন্যান্য ছবির মতো ‘ফাগুন হাওয়ায়’-ও প্রধান চরিত্র হিসেবে হাজির থাকবে মফস্বল আর সাধারণ মানুষ।

ছবি: নূর

https://www.youtube.com/watch?v=0cGIpinOr4k

সারাবাংলা/কেবিএন/পিএম

তৌকীর ফাগুন হাওয়ায় হালদা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর