১২ মে ২০১৯ ১৬:১৫ | আপডেট: ১২ মে ২০১৯ ১৬:১৯
ছোট্ট শ্রদ্ধা কাপুর মা শিবাঙ্গি কাপুরের সঙ্গে।
রোববার (১২ মে) মা দিবস। বিশ্বব্যাপী পালন হয় দিনটি। মা’কে সরাসরি ভালোবাসার কথা জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও মাকে নিয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন অনেকে। বিশেষ করে যারা মা’য়ের কাছ থেকে দূরে থাকেন তারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলিউডে বিশেষ এই দিনটির প্রভাব পরেছে। শুটিংয়ের কাজে ব্যস্ত থাকা অভিনয়শিল্পীরা বা কাজের জন্য মায়ের কাছ থেকে দূরে থাকা তারকারা মা’কে নিয়ে তাদের অনুভূতি প্রকাশ করেছেন ইন্সটাগ্রামে।
মা সোনি রাজডানের কোলে বলিউডের হালের ক্রেজ আলিয়া ভাটের ছোট বেলার ছবি।
মা অসীমা শর্মার কোলে ছোট্ট আনুশকা শর্মা।
অভিনেত্রী ইয়ামি গৌতমের (ডানে) সঙ্গে মা অঞ্জলি গৌতম।
মা শর্মিষ্ঠা ঘোষালের (ডানে) সঙ্গে বাংলা ও হিন্দি ভাষার গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল
শ্রীলঙ্কান বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ (ডানে) এবং তার মা কিম।
অভিনেত্রী কৃতি শ্যানন (বামে) ও মা গীতা শ্যানন। গীতা শ্যানন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
মা হিরু জোহরের সঙ্গে ভারতীয় চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও প্রযোজক করণ জোহর
সোনম কাপুর (ডানে) ও তার মা সুনিতা কাপুর।
ভারতীয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার (ডানে) ও তার মা
সারাবাংলা/পিএ/পিএম
তারকা
বলিউড
মা