Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র সামনে শুধু ‘অ্যাভাটার’


৭ মে ২০১৯ ১৪:৫৮

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র সামনে এখন শুধু রয়েছে ‘অ্যাভাটার’। আয়ের বিবেচনায় এই হিসাব। আয়ের সব রেকর্ড ভেঙে দিয়েছে এন্ডগেম। এমনকী ‘টাইটানিক’ ছবিটিও এখন আয়ের দিক থেকে এন্ডগেমের পেছনে।

তাহলে এন্ডগেম কতটাকা আয় করল? প্রদর্শকদের এক সংগঠন রোববার (৫ মে) জানিয়েছে, সেই দিনপর্যন্ত এন্ডগেমেরে আয় ২.১৯ বিলিয়ন ডলার। আর এই আয় এন্ডগেমের হয়েছে দুই সপ্তাহের কম সময়ে।

সুপার-ডুপার ব্লকবাস্টার ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যায়োকেন্স’র আয় ২. ০৭ বিলিয়ন ডলার আর ‘টাইটানিক’র আয় ২.১৮ বিলিয়ন ডলার। যা এরইমধ্যে পেছনে পড়ে গেছে এন্ডগেমের। বাকি আছে ‘অ্যাভাটার’। যার আয় ২.৭৯ বিলিয়ন ডলার। মাত্র এগার দিনেই দ্বিতীয় স্থানে চলে এসেছে এন্ডগেম। আশা করা হচ্ছে ‘অ্যাভাটার’র রেকর্ডও ভেঙে ফেলতে পারবে ছবিটি।

উত্তর আমেরিকায় মাত্র তিন দিনেই ছবিটি তুলে ফেলে ১৪৫ মিলিয়ন ডলার। শুধু চায়না থেকেই ছবিটির আয় ৫৭৫ মিলিয়ন ডলার। সমালোচকেরাও সাধুবাদ দিচ্ছেন ছবির পরিচালক রুশো ব্রাদার্সদের। আন্তর্জাতিক রেটিং-এর ওয়েবসাইট রটেন টমেটোতে ৯৬ শতাংশ ভোট পেয়েছে এন্ডগেম। যা সত্যি বিরল।

সারাবাংলা/পিএ

অ্যাভাটার অ্যাভেঞ্জার্স: এন্ডগেম আয় টাইটানিক সিনেমা হলিউড

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর