৩০ এপ্রিল ২০১৯ ১৩:১৫ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৩:৩১
সারা বছর শুটিংয়ের কাজে ব্যস্ত থাকেন। ছুটে বেড়াতে হয় এক দেশ থেকে আরেক দেশে। কিন্তু বিশ্বের বৃহত্তম গনতান্ত্রিক দেশের নির্বাচন বলে কথা। তাই সোমবার (২৯ এপ্রিল) মুম্বাইয়ের ভোট কেন্দ্রগুলোতে দেখা গেল বলিউড তারকাদের উপচে পড়া ভীড়।
রেড কার্পেটে একসঙ্গে ধরা দিতেই অভ্যস্ত বচ্চন পরিবার। এ দিনও একসঙ্গেই ভোট দিতে যান অমিতাভ, জয়া, অভিষেক ও ঐশ্বর্য।
এমনি এমনি মিস্টার পারফেকশনিস্ট বলা হয় না তাকে, ফের একবার তা প্রমাণ করলেন আমির খান। এ দিন সকাল সকাল বান্দ্রার সেন্ট অ্যানস হাইস্কুলে স্ত্রী কিরণ রাওকে নিয়ে ভোট দিতে পৌঁছে যান তিনি।
স্ত্রী গৌরী ও ছোট ছেলে অ্যাব্রামকে নিয়ে ভোট দিতে যান শাহরুখও। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি হননি তারা।
‘ভারত’ ছবির ট্রেলার সাড়া ফেলেছে ইতিমধ্যেই। চলছে ‘দাবাং-৩’ ছবির শুটিং। তার মধ্যেই সময় করে ভোট দিতে যান সালমন খান।
বলিউড ছেড়ে হলিউড পাড়ি দিয়েছেন। সংসারও পেতেছেন বেভারলি হিলসে। তবে ভোটাধিকার হাতছাড়া করেননি প্রিয়ঙ্কা চোপড়া। ভোট দিতে মুম্বাই চলে আসেন তিনি।
‘কলঙ্ক’-এর হাত ধরে ফের হিন্দি ছবিতে ফিরেছেন মাধুরী দীক্ষিত। ভোট দিয়ে ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেন তিনি।
ছেলে যুগকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান কাজল ও অজয় দেবগণ।
অভিনয় ছেড়ে সদ্য কংগ্রেসে যোগ দিয়েছেন উর্মিলা মাতণ্ডকর। হাসিমুখে বুথে ঢুকতে দেখা যায় তাকে।
হাই প্রোফাইল তারকাদের সঙ্গে তেমন বনিবনা নেই তার। কিন্তু নাগরিক অধিকার নিয়ে বরাবরই সচেতন কঙ্গনা রানাউত। রাজনীতি নিয়ে একাধিকবার আলোচনাও করতে দেখা গিয়েছে তাকে। ভোট দিতে ভোলেননি তিনিও।
বাবা জগজিত্ সিংহ ভাবনানিকে নিয়ে ভোট দিলে যান ‘গাল্লি বয়’ রণবীর সিং।
স্বামী-শ্বশুরের সঙ্গে ক্যামেরায় ধরা দেননি দীপিকা পাড়ুকোন। ভোট দেওয়ার পর একাই সংবাদমাধ্যমে ধরা দেন তিনি।
দিদি প্রিয়া দত্তের হয়ে সম্প্রতি প্রচারে দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকে। এ দিন স্ত্রী মান্যতাকে নিয়ে ভোট দিতে যান তিনি।
ক্যানসার সচেতনতা নিয়ে কাজ করে চলেছেন সোনালী বেন্দ্রে। স্বামী গোল্ডি বহেলের সঙ্গে ভোট দিতে যান তিনি।
বেশ কিছু দিন হল লাইমলাইটের বাইরে তিনি। তবে ভোট দিতে গিয়ে সংবাদমাধ্যমে ধরা দেন বিদ্যা বালন।
তার বিয়ের খবরে সরগরম বলিউড। তার মধ্যেই বাবা ডেভিড ধওয়নকে নিয়ে ভোট দিলেন বরুণ।
তারকা
বলিউড
ভোট