Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৃজিতের ওয়েব সিরিজে জয়া আহসান!


২৯ এপ্রিল ২০১৯ ১৭:৫৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৮:২৩

থ্রিলার লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন রচিত ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ থ্রিলার উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণের পরিকল্পনা করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়া। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি চলতি বছরের ফেব্রুয়ারিতে উপন্যাসটির স্বত্ব কিনেও নিয়েছে।

সূত্রের খবর, এই ওয়েব সিরিজটি নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জী। সেজন্য তিনি টিভিওয়ালা মিডিয়ার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগও করেছেন। যদিও সৃজিতের এই প্রস্তাবের বিষয়টি নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত আসেনি টিভিওয়ালা মিডিয়া।

বিজ্ঞাপন

সৃজিত মুখার্জীর কাছে বিষয়টির সত্যতা জানতে চাইলে তিনি বলেন, ‘কথাবার্তা চলছে। তবে এখনো বিষয়টি প্রাথমিক স্তরে আছে। সময়মতো সব জানানো হবে।’

‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ উপন্যাসের কেন্দ্রিয় চরিত্রের নাম মুশকান জুবেরী। জানা গেছে, এই চরিত্রে অভিনয়ের জন্য দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের কথা ভাবা হচ্ছে। এটি নিয়ে সৃজিত কথা বলেছেন থ্রিলারটির লেখক নাজিম উদ্দিনের সঙ্গে।

মোহাম্মদ নাজিম উদ্দিন। ফাইল ছবি।

এ বিষয়ে নাজিম উদ্দিন বলেন, ‘আমার কাছে মুশকান জুবেরীর চরিত্রে কাকে নেয়া যায়—জিজ্ঞেস করেছিলেন সৃজিত মুখার্জী। আমি কোনো রাখঢাক না রেখে জয়া আহসানের নাম প্রস্তাব করি। তার কাছেও মনে হয়েছে চরিত্রটির জন্য জয়াই মানানসই। বাকি চরিত্রগুলো সম্পর্কেও তিনি আমার পছন্দ জানতে চেয়েছিলেন, আমি বিনয়ের সঙ্গে তাকে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে বিষয়টি ঠিক করতে বলেছি। আসলে এটা আমার কাজ নয়। পরিচালক যাকে মনে করবেন তাকেই নেবেন।’

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখার সময় সৃজিত বাংলাদেশে অবস্থান করছেন। নাজিম উদ্দিনের সঙ্গেও তার দেখা হওয়ার কথা রয়েছে।

এদিকে জয়ার কাছে ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব গিয়েছে কিনা—জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সাথে সরাসরি কারও সাথে এ বিষয়ে কথা হয়নি। প্রস্তাব আসলে হয়তো ভেবে দেখব।’

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম

জয়া আহসান মোহাম্মদ নাজিম উদ্দিন রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি সৃজিত মুখার্জি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর