Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি অনুদান: পূর্ণদৈর্ঘ্য পাঁচটির তিনটিই মুক্তিযুদ্ধের


২৭ এপ্রিল ২০১৯ ১৮:৪৮ | আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ১৩:১৩

ঘোষণা করা হয়েছে চলচ্চিত্রে ২০১৮-২০১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্তদের নাম। পূর্ণদৈর্ঘ্য শাখায় পাঁচটি ছবি অনুদান পাচ্ছে। যার মধ্যে তিনটি ছবির গল্পই মুক্তিযুদ্ধের পটভূমিতে।

যে ছবিগুলো মুক্তিযুদ্ধের পটভূমিতে তৈরি হবে সেগুলো হলো- ‘বিধবাদের কথা’, ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ এবং ‘১৯৭১ সেই সব দিন’।

‘বিধবাদের কথা’ ছবির পরিচালক ও প্রযোজক আকরাম খান। ছবিটির মূল গল্প নেওয়া হয়েছে কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ উপন্যাস থেকে।

এ প্রসঙ্গে আকরাম খান সারাবাংলাকে বলেন, ‘মুক্তিযুদ্ধের পর দেশে বিধবা এত বেড়ে গেল যে, দেশটাকেই মনে হচ্ছিল বিধবার মতো- এটা সাহিত্যের কথা। আমার সিনেমাতেও দুইজন বিধবা চরিত্রের মাধ্যমে অনেক বিষয় ছুঁয়ে যাবার চেষ্টা থাকবে।’

অনুদানের তথ্য সম্বলিত প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘বিধবাদের কথা’ ছবিটিকে অনুদান দেওয়া হলো নাম পরিবর্তনের সাপেক্ষে। এমন বক্তব্যের প্রেক্ষিতে আকরাম খান বলেন, ‘বিষয়টা বিবেচনাধীন। হাসান আজিজুল হক স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত একজন সাহিত্যিক। তার সাহিত্যকর্ম থেকে আরেকটি শিল্পকর্ম তৈরির ক্ষেত্রে মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত নিয়ে আলোচনা প্রয়োজন।’

আকরাম খান তার ছবির শুটিং শুরু করবেন অক্টোবরে। দুই ভাগে হবে শুটিং। তবে ছবিতে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ছবিটির পরিচালক হোসনে মোবারক রুমি এবং প্রযোজক কাজী মাসুদ। এই ছবিটির পটভূমি মহান মুক্তিযুদ্ধ। তবে ছবিটি পিরিয়ডিকাল না। ছবির গল্পে দেখানো হবে দুই হাজার সালের পরের সময়কে। কিন্তু এর মূল অনুপ্রেরণা ১৯৭১।

বিজ্ঞাপন

হোসনে মোবারক রুমি সারাবাংলাকে বলেন, ‘যদি সব ঠিক থাকে তাহলে বর্ষার পরেই শুটিং শুরু করব। ২৫ মার্চ রাতে ছবির প্রিমিয়ার করার ইচ্ছা আছে। এখন পর্যন্ত জয়ন্ত চট্টোপাধ্যায় এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন।’

লাকী ইনাম প্রযোজিত ও হৃদি হক পরিচিালিত সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’। সিনেমার শুটিং শুরু করতে সময় নেবেন পরিচালক। পিরিয়ডিকাল ফিল্ম বলে ভালো করে প্রি-প্রোডাকশন করতে চান হৃদি।

ছবিতে যে দিনের কথা বলা হবে তা মূলত পরিচালক হৃদি হকের বাবা দেশের স্বনামধন্য নাট্যজন, মুক্তিযুদ্ধের কলম যোদ্ধা ড. ইনামুল হকের অভিজ্ঞতা বা মূল ভাবনা।

এ প্রসঙ্গে হৃদি হক সারাবাংলাকে বলেন, ‘১৯৭১ সালের ২৩ মার্চ প্রচার হওয়া শেষ নাটকটি বাবার লেখা, স্বাধীন বাংলাদেশের প্রথম নাটক বাবার লেখা। স্বাধীন বাংলাদেশে প্রথম ২১ ফেব্রুয়ারিতে যে নাটক প্রচার হয় সেটিও বাবার লেখা। বাবা ড. ইনামুল হকের লেখা ছাড়াও মুক্তিযুদ্ধের সময়ে তার যে অভিজ্ঞতা সেটাই এই ছবির মূল গল্প।’

অভিনেত্রী কবরী প্রথমবারের মতো পেয়েছেন সরকারি অনুদানে সিনেমা নির্মাণের সুযোগ। তার ছবির নাম ‘এই তুমি সেই তুমি। তিনি জানান, সামাজিক গল্পে নতুনদের নিয়ে নভেম্বরের দিকে তিনি শুরু করবেন সিনেমার কাজ।

জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। তিনি তার প্রথম সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। ছবির নাম ‘রাত জাগা ফুল’। ঈদুল আজহার পর শুটিংয়ে যাওয়ার ইচ্ছে আছে তার।

তিনি সারাবাংলাকে বলেন, ‘ছবিতে গ্রাম আছে, আছে শহর। নানা উপাদান থাকবে ছবিতে। কিন্তু শেষ পর্যন্ত এটি একটি প্রেমের সিনেমা।’

ছবির গল্প, চিত্রনাট্য, পরিচালনা মীর সাব্বিরের। ছবির গানও লিখেছেন তিনি। চারটি গান থাকবে সিনেমায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/পিএম

অনুদান পূর্ণদৈর্ঘ্য সিনেমা মুক্তিযুদ্ধ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর