Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাগতা-ঈশানাসহ অনেকেই চিরকুমারী!


২৬ এপ্রিল ২০১৯ ১৯:২৪

ঈশানা ও স্বাগতা

অভিনেত্রী স্বাগতা ও ইশানা চিরকুমারী। কারণ তারা ‘চিরকুমারী সংঘ’ নামের একটি সংগঠন করেন। তাই জানা গেল ‘চিরকুমারী সংঘ’ নামের একটি ধারাবাহিক নাটকের গল্পে।

গল্পের পেক্ষাপট একটি এলাকার বিভিন্ন ঘটনা নিয়ে। যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ  হলো কিছু নারীর বিয়ে না করার সিদ্ধান্ত। তারাই গ্রামে গড়ে তোলে ‘চিরকুমারী সংঘ’। যেসব মেয়ে নানান ধরনের নির্যাতনের শিকার হয় তারা এ সংগঠনের সদস্য হতে শুরু করেন। আবার সংগঠনের অনেক জরিয়ে যান ভালোবাসার সম্পর্কে। এমনই নানান ঘটনা নিয়ে এগিয়ে যায় ধারাবাহিক নাটক ‘চিরকুমারী সংঘ’।

বিজ্ঞাপন

প্রশ্ন খানের গল্পে নাটকটি যৌথভাবে নির্মাণ করছেন দুই তরুণ পরিচালক ভূবন  ও রেফাত। গাজীপুরের পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির ১৩ পর্ব দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বলে জানান তারা।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়, স্বাগতা, ইশানা খান, সাব্বির আহমেদ, সাদেক বাচ্চু, রেবেকা, সোহান খান, পায়েলসহ অনেকে।

স্বাগতা, প্রাণ রায় ও ঈশানা

নাটকটি প্রসঙ্গে প্রাণ রায় বলেন, ‘নতুন ধারণার গল্প। আমার চরিত্রটি একজন পাগলের। সে পাগলামী করে বেড়ায়। এই নাটকে যারা অভিনয় করেছে তারা প্রত্যেকেই আমরা একে অপরকে বেশ ভালোভাবে জানি। যে কারণে কাজটিও সবার আন্তরিক অংশগ্রহণে ভালো হয়েছে।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘আমার কাছে গল্পটা বেশ ভালো লেগেছে বিধায় কাজটি করেও বেশ মজা পেয়েছি। প্রথম লটের কাজ শেষ হয়েছে। গল্প এবং ভূবন-রেফাতের নির্দেশনায় নতুনত্ব আছে।’

একই প্রসঙ্গে ইশানা খান বলেন, ‘গল্প ভালো হলে কাজ করে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ ভূবন-রেফাতকে এমন একটি মজার গল্পে আমাকে সম্পৃক্ত করার জন্য।’

বিজ্ঞাপন

ভূবন-রেফাত জানান, চিরকুমারী সংঘ ধারাবাহিকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে।

সারাবাংলা/পিএ

চিরকুমারী সংঘ টেলিভিশন ধারাবাহিক নাটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর